Indiahood-nabobarsho

ঘনিয়ে আসছে KKR-র দুঃসময়! শ্রেয়সকে নিয়ে নাইটদের সতর্ক করলেন পাঞ্জাব তারকা

Published on:

PBKS cricketer gives warning message to KKR about Shreyas Iyer

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কর্ম ফল ভোগ করছে KKR? গতবার যে অধিনায়কের হাত ধরে তৃতীয় বারের জন্য IPL চ্যাম্পিয়ন হওয়া হল, সেই শ্রেয়স আইয়ারকেই বাদ দিয়ে নতুন দল ঘোষণা করে নাইট ম্যানেজমেন্ট। অন্যদিকে কলকাতার এমন সিদ্ধান্তের জের লাভের গুড় খায় প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। আর এই সিদ্ধান্ত যে একেবারে কাটায় কাটায় সত্যি প্রমাণিত হচ্ছে, তা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গত ম্যাচে নববর্ষের বৈশাখী সন্ধ্যায় কলকাতাকে একেবারে নাকানি চোবানি খাইয়েছে প্রাক্তন অধিনায়ক আইয়ারের দল। এদিন ম্যাচ শেষে নাইটদের ফিরিথি পথ দেখিয়ে বড়সড় জবাব দিয়েছেন আইয়ার। মিটিয়েছেন হিসেবেও। শনিবার সেই পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে শাহরুখ খানের দল। আর সেই মহারণের আগেই শ্রেয়সকে নিয়ে অজিঙ্কা রাহানেদের সতর্ক বার্তা দিলেন পাঞ্জাব তারকা নেহাল ওয়াধেরাক।

আইয়ারকে কেন ছেড়ে দেয় KKR?

গতবারের ডিভেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কেন ছেড়ে দিল সে বিষয়ে জিজ্ঞাসা রয়েছে এখনও অনেকেরই। কেউ বলেন, দলের সাথে মতবিরোধের কারণে আইয়ার নিজেই থাকতে চাননি নাইট শিবিরে, কোথাও শোনা যায়, খেলোয়াড়ের বিগত পারফরমেন্স তেমন একটা স্বস্তিদায়ক না হওয়ায় তাঁকে আগেভাগে ছেঁটে ফেলে KKR। যদিও এসবই ধারণা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তাহলে কেন নাইট শিবিরে থাকা হল না শ্রেয়সের? বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, ভারতীয় ক্রিকেটারের সাথে আর্থিক চুক্তি নিয়ে মতবিরোধের কারণেই নাকি কলকাতার সাথে বিচ্ছেদ হয় আইয়ারের। জানা যাচ্ছে, শ্রেয়স মূলত কলকাতার কাছে মোটা টাকা চেয়েছিলেন, তবে তা দিতে রাজি হয়নি নাইট ম্যানেজমেন্ট। আর এরপরই বদলে যায় আইয়ারের গন্তব্য।

ম্যাচের আগেই শ্রেয়স আইয়ারকে নিয়ে সতর্কবার্তা

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাঞ্জাব কিংসের নতুন তারকা নেহাল জানিয়েছেন, অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার দুর্দান্ত। সবচেয়ে বড় বিষয় কোচ রিকি পন্টিংয়ের সাথে মিলে একটি দারুন কম্বিনেশন তৈরি হয়েছে। কোচ এবং অধিনায়ক আইয়ার দুজনেই এর আগে দিল্লি ক্যাপিটালসে একসঙ্গে কাজ করেছেন। ওদের মধ্যে বোঝাপড়াটা দারুণ। দুই মহারথীর দৌলতে আমাদের মতো নবাগতরা সুবিধা পাচ্ছে। ছাপ পড়ছে দলের পারফরমেন্সেও।

নেহাল আরও বলেন, পাঞ্জাব কিংসে আমি নতুন। তবে কোচ এবং অভিভাবকের কাছ থেকে ভাল সমর্থন পাচ্ছি। প্রথমদিকে পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার সময় একবারও মনে হয়নি যে আমি নতুন। দারুণ একটা দল পেয়েছি। আমরা সবাই একটা পরিবারের মতো। আসলে ছোট ছোট বিষয়গুলিই আরও আত্মবিশ্বাসী করে তোলে। আমি কোচ ও অধিনায়কের সাথে কাজ করতে পেরে সত্যিই খুশি।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের সাথে আর ক্রিকেট ময়দানেই নামবে না ভারত? অ্যাকশনে BCCI

এরপরই অধিনায়ক আইয়ারকে নিয়ে প্রশংসায় মুখ খোলেন নেহাল। খেলোয়াড় জানান, শ্রেয়স আইয়ার দুর্দান্ত অধিনায়ক। যেমন ব্যাটিং তেমনই ফিল্ডিং ও দলের নেতৃত্ব, সবেতেই পটু তিনি। তাঁর পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। খেলোয়াড়দের কথা তিনি আগে ভাবেন। সঠিক সময়ে বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানো সবকিছুই খুব বুদ্ধি দিয়ে করেন। উনি একজন আদর্শ টিমম্যান। এমন একজন অধিনায়ক থাকলে যেকোনও দলই চনমনে হয়ে উঠবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group