BCCI-র সামনে ঝুঁকল পাকিস্তান! হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে তিন শর্তে

Published on:

icc champions trophy india pakistan

কৌশিক দত্ত, কলকাতাঃ অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) রাস্তা পরিস্কার হল। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে বিসিসিআইয়ের সামনে হার মানলই। PCB হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজন নিয়ে রাজি হয়েছে। তবে তাঁরা আইসিসির সামনে তিনটি শর্ত রেখেছে। ভারত এই তিনটি শর্ত মানলেই তাঁরা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করায় সম্মতি জানাবে। উল্লেখ্য, টিম ইন্ডিয়া হাইব্রিড মডেল অনুযায়ী তাঁদের সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে ICC ও BCCI-র প্রস্তাব মেনে নিয়েছে। রিপোর্টস অনুযায়ী, টিম ইন্ডিয়া তাঁদের সব ম্যাচই UAE-তে খেলবে। এমনকি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও UAE-তে আয়োজিত হবে। যদিও PCB তিনটি শর্ত রেখেছে।

প্রথম শর্ত

যদি ভারতীয় দল গ্রুপ স্টেজেই বিদায় জানায়, নকআউটে না উঠতে পারে! তাহলে বাকি খেলা পাকিস্তানের মাঠে আয়োজিত হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দ্বিতীয় শর্ত

UAE-তে ভারত গ্রুপ পর্ব খেলুক আর নকআউট, তাতে আপত্তি নেই। তবে ভারতের বিরুদ্ধে যেই দলগুলো খেলবে, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে।

তৃতীয় শর্ত

আগামী দিনে ভারতে কোনও আইসিসি টুর্নামেন্ট হলে পাকিস্তান যাবে না। PCB জানিয়েছে যে, ভারতে আয়োজিত ICC টুর্নামেন্টগুলিও হাইব্রিড মডেলে হবে। পাকিস্তান ভারত বাদ দিয়ে অন্য কোনও দেশে খেলবে।

উল্লেখ্য, ২০২৬ এর টি২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে। আর তার আগেই পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিল যে, তাঁরা ভারতে খেলতে আসছে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group