চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা পাকিস্তানের, টিমে দুটি বড় চমক

Published on:

pakistan team for champions trophy

কৌশিক দত্ত, কলকাতাঃ Champions Trophy 2025-র প্রস্তুতি তুঙ্গে। সব দলই তাঁদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। বাকি ছিল শুধু আয়োজক পাকিস্তান ও ভারত। তবে এবার পাকিস্তানও (Pakistan) তাঁদের টিম ঘোষণা করে দিল। বলে দিই, ১৯ ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।

WhatsApp Community Join Now

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জারি করা প্লেয়ারদের সূচি অনুযায়ী, দলে বাবর আজম ও শাহিন আফ্রিদির সাথে নসিম শাহ ও হারিস রাউফকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওদিকে ওপেনার হিসেবে সাইম আয়ুবেরও নাম রয়েছে। তবে আয়ুব এখনো সম্পূর্ণ ফিট নন। নির্বাচকদের আশা, চ্যাম্পিয়নস ট্রফির আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তিনি। বলে দিই, সম্প্রতি সাউথ আফ্রিকার বিরুদ্ধে হওয়া সিরিজে আয়ুব চোট পেয়েছিলেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন।

দীর্ঘদিন পর দলে ফখর জামান

ওদিকে দীর্ঘদিন পর দলে ফখর জামানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছিল যে, জামান ও বোর্ডের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। আর এই কারণে তিনি দলে সুযোগ পাচ্ছেন না। উল্লেখ্য, ২০২৩ এর নভেম্বর শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন জামান। ওদিকে ইমাম-উল হককেও দীর্ঘদিন পর দলে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘আমি এমন সিদ্ধান্ত নিই, যা কেও কল্পনা করতে পারেনা’, KKR-র অধিনায়কত্ব নিয়ে শ্রেয়স আইয়ার

মিডিল অর্ডারে তৈয়ব তাহির, ইরিফান খান নিয়াজি, উসমান খান, কামড়ান গুলাম আর সালমান আলি আগার মোট প্লেয়ারদের রাখা হয়েছে। এরা সবাই দক্ষিণ আফ্রিকার সিরিজে ভালো পারফরমেন্স করেছিলেন। তবে বোলিং বিভাগে শাদাব খানকে আর এবার রাখা হয়নি। তাঁর জায়গায় আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমকে দলে নেওয়া হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের দল

মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, সাইম আয়ুব, তৈয়ব তাহির, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম, মহম্মদ হাসনাইন, আবদুল্লাহ শফিক, নসিম শাহ, উসমান খান, শাহিন আফ্রিদি, হারিস রাউফ, আবরার আহমেদ, কামরান গুলাম, সালমান আলি আগা, ইমাম-উল হক, ফখর জামান, হাসিবুল্লাহ, আব্বাস আফ্রিদি।

সঙ্গে থাকুন ➥
X