বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানের করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী 7 দলের পতাকা উড়ছে! অনুপস্থিত শুধু ভারতের তিরঙ্গা। হ্যাঁ, এমন ঘটনাই চোখে পড়েছে সমাজমাধ্যমের দৌলাতে। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা ছাড়া বাকি 7 দেশের পতাকা লক্ষ্য করা গেছে।
বাস্তবিক অর্থে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইভেন্টে নিয়ম মেনে অংশগ্রহণকারী সব দলের পতাকাকেই গুরুত্ব দেয়া উচিত। কিন্তু পাকিস্তানে তা হয়নি। ভারতীয় পতাকা সরিয়ে রেখেই বাকি 7 দেশের পতাকা রেখেছে তারা। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোড় বিতর্ক।
তবে শেষ পর্যন্ত বিতর্ক ঝেড়ে ফেলে আইসিসির কাঁধেই দায়ভার চাপিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, আইসিসির নির্দেশ মেনেই নাকি এই বিতর্কিত ঘটনা ঘটিয়েছে আয়োজক পাকিস্তান এমনটাই দাবি পিসিবি কর্তাদের।
এক নজরে গোটা ঘটনা
আগামীকাল থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট। সেই মতো মিনি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখেই সেজে উঠছে পাকিস্তানের 3 স্টেডিয়াম। এমতাবস্থায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, করাচি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া 7 দলের পতাকা। মনোযোগ দিয়ে খুঁটিয়ে দেখেও সেখানে ধরা পড়েনি, ভারতীয় পতাকা।
জানা যাচ্ছে, শুধুমাত্র করাচিতেই নয়, ভারতের পতাকা নেই লাহোরের একেবারে নতুন ধাঁচের গাদ্দাফি স্টেডিয়ামেও। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রশ্ন ওঠে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ইভেন্টে অংশ নিচ্ছে 8টি দল। তাহলে কেন ভারতের পতাকা সরিয়ে রেখে 7 দলের পতাকাকে জায়গা দেওয়া হলো? এবার সেইসব প্রশ্নের উত্তরেই আইসিসির কোর্টে বল ঠেলেছে পিসিবি।
আইসিসি-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ PCB কর্তাদের!
বিতর্কের পারদ ক্রমশ বাড়ছে একথা বুঝেই সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, মূলত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নির্দেশিকা মেনেই এই কাজ করেছেন তারা। আইসিসি নির্দেশ দিয়েছিল, পাকিস্তানের যে 3 স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ গড়াবে সেই স্টেডিয়াম গুলিতে শুধুমাত্র 4টি পতাকা থাকবে। অর্থাৎ, আইসিসি, আয়োজক পিসিবি এবং যে দুই দলের মধ্যে খেলা হবে তাদের 2টি পতাকা। আর এই নির্দেশিকা পাওয়ার পরই নাকি ভারতের পতাকা রাখা হয়নি স্টেডিয়ামে।
এ প্রসঙ্গে পিসিবির এক মুখপাত্র বলেন, গোটা ঘটনাটা একেবারে জলের মতো পরিষ্কার। আইসিসি বলেছে, স্টেডিয়ামে শুধু 4টি পতাকা থাকবে। এছাড়া আর কোনও দেশের পতাকা স্থান পাবে না। এমতবস্থায় প্রশ্ন উঠছে, ম্যাচের দিন 4টি পতাকা থাকবে এই ঘটনা খুবই স্বাভাবিক। কিন্তু ম্যাচের আগে স্টেডিয়ামে 7 দেশের পতাকা সাজিয়ে শুধুমাত্র ভারতীয় পতাকা কেন রাখা হয়নি? আর এই প্রশ্নই বারংবার বিঁধেছে পাক বোর্ডকে। যার কারণে তাদের তরফে কোনও সদুত্তর এখনও পর্যন্ত মেলেনি।
আরও পড়ুন: জোর ঝটকা, পিতৃ বিয়োগ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির আগে দেশে ফিরলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ
তাহলে কী ভারতের প্রতি ক্ষোভ থেকেই এই কাজ করল পিসিবি?
পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ম্যাচ চলাকালীন 4টি পতাকা রাখার বিষয়টি যথেষ্ট স্বচ্ছ। তবে ম্যাচের আগে বাকি 7 দলের পতাকা রেখে ভারতীয় পতাকাকেই কেন বাদ দেওয়া হল এ প্রশ্নের উত্তর এখনও অধরা। যদিও ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ মনে করছেন, ভারতীয় দল যেহেতু পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যোগদান করতে অস্বীকার করেছে ঠিক সেই কারণেই ভারতের প্রতি ক্ষোভ থেকে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। আর সেই ঘটনার দায় পুরোটাই চাপানো হচ্ছে আইসিসির ওপর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |