বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে, মরার ওপর খাঁড়ার ঘা। সম্প্রতি একই অবস্থা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বহু প্রতিক্ষিত চ্যাম্পিয়নস ট্রফির (Champions Trophy 2025) আয়োজক হিসেবে নানান কারণে বহুবার বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। তবে মিনি বিশ্বকাপের শুরু থেকে ধারাবাহিক পরাজয়ের পর এবার একপ্রকার কোণঠাসা হয়ে গিয়েছে পিসিবি।
শেষবারের মতো রবিবার ভারতের কাছে দুরমুশ হয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে পরাস্ত হয়ে চ্যাম্পিয়নস ট্রফির আশা শেষ করে এখন আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাক বোর্ড। সূত্রের খবর, রিজওয়ান অ্যান্ড কোম্পানির এক চেটিয়া খারাপ পারফরমেন্স এবার পিসিবির স্পন্সরশিপেও কোপ বসাতে চলেছে।
ভারতের কাছে পরাস্ত হতেই চাপে পিসিবি
যে ম্যাচটাকে পুঁজি বানিয়ে দীর্ঘ 8 বছর পর ফের লাভের অর্থ ঘরে তোলার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। চলতি মিনি বিশ্বকাপে সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছে। রবিবার মরুদেশে বিরাট কোহলির শেষ বাউন্ডারি পাকিস্তানের সাফল্যে দারি টেনে দেয়। যার জেরে পাকিস্তানকে নিয়ে দেখা স্বপ্ন একপ্রকার চুরমার হয়ে গিয়েছে ভক্তদের।
এদিকে 29 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করে ব্যবসায় লাভের মুখ দেখতে অপেক্ষারত পাকিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে ভারতের কাছে পরাস্ত হয়ে এখন প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে। পাকিস্তান সেমিফাইনালে না ওঠায় আদৌ কেউ পাক ময়দানের প্রতিযোগিতা দেখতে আসবেন কিনা তা নিয়ে চিন্তা বেড়েছে বোর্ড কর্তাদের।
দল সেমিতে না ওঠায় কতটা ক্ষতি হবে পিসিবির?
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতের কাছে পরাস্ত হয়ে সেমিফাইনালে ওঠার আশা প্রকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে পাকিস্তানের। ফলত চ্যাম্পিয়নস ট্রফির আসর থেকে ছিটকে যাওয়ার পর বর্তমানে বিরাট ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। জানা যাচ্ছে, 1996 সালের পর চলতি বছর ফের ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করেছিল পিসবি।
তবে দীর্ঘ 29 বছর পেরিয়ে মিনি ওয়ার্ল্ড কাপ আয়োজন করে এখন বড়সড় ক্ষতির আশঙ্কায় ভুগছে পাকিস্তান। সূত্র বলছে, দলটি সেমিফাইনালে না ওঠায় পাকিস্তান ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালুতে অনেকটাই পতন হতে পারে। সেই সাথে গেট বিক্রি বা দর্শকের টিকিট সংক্রান্ত বিষয় নিয়েও ক্ষতির মুখে পড়তে পারে পিসিবি। পাক ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করেছে, আয়োজক দেশ হিসেবে হোস্টিং ফি পাবে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার লাভের ভাগটাও আসবে টিকিট বিক্রি থেকে। তবে চিন্তার কারণ হচ্ছে, পাকিস্তানের ধারাবাহিক পরাজয়ের ফলে এখন আইসিসির ইভেন্টে আসতে চাইছেন না কেউই। যার কারণে ফাঁকাই থাকছে পাকিস্তানের স্টেডিয়ামগুলি। আর তাতেই পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালুতে বড়সড় ধাক্কা আসতে পারে।
অবশ্যই পড়ুন: পাকিস্তানকে হারিয়েছেন কোহলি, এদিকে বড় জয় পেলেন আম্বানিও
পিসিবি কর্তাকে খোঁচা
সম্প্রতি পাক ক্রিকেট বোর্ডের একটি সূত্র পিসিবির চেয়ারম্যান মহসিন নকভিকে উদ্দেশ্য করে এক প্রকার ঠাট্টার ছলে বলেছে, পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের চিন্তা ছিল দেশের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামগুলি উন্নত করা। তবে তিনি হয়তো ভুলে গিয়েছেন, দলকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। কারণ, দল ভাল খেললে তবেই তো দর্শকরা স্টেডিয়ামে ভিড় জমাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |