বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (India Vs Pakistan) দীর্ঘ মতপার্থক্যের পর অবশেষে সমস্ত জল্পনা কাটিয়ে মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে টুর্নামেন্ট শুরুর পরও যেন রেহাই নেই ICC-র। করাচি স্টেডিয়ামে পতাকা বিতর্ক থেকে শুরু করে নানান বিষয় নিয়ে একপ্রকার কোণঠাসা হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। এমতাবস্থায়, ভারত বনাম পাকিস্তানের রবিবারের ম্যাচের আগেই ফের প্রশ্নের মুখে আইসিসি।
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, রবিবারের বহু প্রতীক্ষিত হাই ভোল্টেজ ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে নিয়ে বিরাট অভিযোগ করেছে PCB। জানা যায়, ভারত বনাম বাংলাদেশের বৃহস্পতিবারের ম্যাচ চলাকালীন একটি ঘটনা নিয়ে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
ঠিক কী ঘটেছিল?
একাধিক সংবাদ মাধ্যমের পাতায় দাবি করা হয়েছে, রোহিত শর্মাদের বিপক্ষে শান্ত দলের ম্যাচ চলাকালীন ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় চ্যাম্পিয়নস ট্রফি স্ক্রিনের একপাশে 2025 টুর্নামেন্টের লোগোটি থাকলেও লাইভ টেলিকাস্ট চলাকালীন আয়োজক পাকিস্তানের কোনও লোগো লক্ষ্য করা যায়নি। আর এই ঘটনাকে সামনে রেখেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইসিসিকে চিঠি পিসিবির
সূত্র বলছে, চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় আসরে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচ চলাকালীন লাইভ টেলিকাস্ট হচ্ছিল। ঠিক সেই সময়ে চ্যাম্পিয়নস ট্রফি 2025 লোগোটিকে রেখে আয়োজক দেশ পাকিস্তানের লোগো বা ছবি রাখা হয়নি। আর এই ঘটনাকে সামনে এনেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে একটি অভিযোগ পত্র দিয়েছে পিসিবি। যেখানে, চ্যাম্পিয়নস ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচের সম্প্রচারে কেন আয়োজক দেশ পাকিস্তানের লোগো রাখা হয়নি এই প্রশ্নই করা হয়েছিল।
কারিগরি সমস্যার কারণেই রাখা যায়নি পাকিস্তানের লোগো?
জিও টিভির প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার একটি সূত্র জানিয়েছে, ভারত- বাংলাদেশ ম্যাচের লাইভ টেলিকাস্ট চলাকালীন মূলত কারিগরি ত্রুটির কারণেই পাকিস্তানের লোগো রাখা যায়নি। এমনকি সম্প্রচার থামিয়ে মাঝ পথে লোগো অ্যাটাচ করাও সম্ভব ছিল না।
আরও পড়ুনঃ ধাওয়ানের সাথে বসে কে এই মহিলা? প্রকাশ্যে এল আসল পরিচয়
তবে পরবর্তী ম্যাচগুলিতে অবশ্যই পাকিস্তানের লোগো রাখা হবে বলেই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এক কর্মকর্তা। ওই কর্মকর্তার শেষ সংযোজন, গ্রাফিক্স জনিত একটি সমস্যার কারণে পাকিস্তানের লোগো অ্যাটাচ করা সম্ভব হচ্ছিল না। তাই লাইভ টেলিকাস্টে সে দেশের লোগো দেখা যায়নি। তবে আগামী দিন থেকে এই ভুল সংশোধন করে নেবে আইসিসি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |