ঘর মোছার কাপড় দিয়ে মাঠের জল শোকাচ্ছে পিসিবি! ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে সমালোচনা

Published on:

PCB is facing heavy criticism for cancelling the match due to rain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 8 বছর পেরিয়ে মাঠে গড়িয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে। এবারের আয়োজক যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তা বর্তমানে সর্বজনবিদিত। তবে পাকিস্তানের মাটিতে আয়োজিত মিনি বিশ্বকাপ নিয়ে গাফিলতির চিত্র সামনে এসেছে। সম্প্রতি বৃষ্টির কারণে ভেস্তে যায় অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ। গতকাল সেই একই পথ ধরে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে কাঁটা হয়েছিল বৃষ্টি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

যার কারণে মাঝপথেই থেমে যায় অজিদের ইনিংস। আর এই বৃষ্টি বিধ্বস্ত ম্যাচগুলিকে সামনে রেখেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দুষছেন বিভিন্ন দলের সমর্থকরা। তবে এই দোষারোপের মাঝেই লাহোর স্টেডিয়ামের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে নোংরা মোছার কাপড় দিয়ে শুকনো হচ্ছে লাহোরের মাঠ। যেই দৃশ্য নেট পাড়ায় পা রাখতেই আয়োজক পিসিবিকে নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে।

কাঠগড়ায় পিসিবি!

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট আয়োজনের জন্য যেভাবে উঠেপড়ে লেগেছিল পাকিস্তান তাতে মনে হয়েছিল আয়োজক হিসেবে বিশেষ কোনও দৃষ্টান্ত রাখতে পারে তারা। তবে সেই সম্ভাবনা গুঁড়িয়ে যায় টুর্নামেন্ট শুরুর আগেই। পাকিস্তানের করাচি স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর বিতর্ক। যদিও পরবর্তীতে আইসিসির ঘাড়ে দায় ঠেলে ভুল সংশোধন করে নিয়েছিল পাক বোর্ড।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

টুর্নামেন্ট শুরু হতেই ধারাবাহিক পরাজয় দেখেছে পাকিস্তান। প্রথমে নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়ে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল রিজওয়ান অ্যান্ড কোম্পানি। তবে চেষ্টাই সার। মেন ইন ব্লু-র সামনে টিকতে পারেনি পাকিস্তানের কোনও কৌশলই। শেষ পর্যন্ত জোড়া ব্যর্থতার পর মিনি বিশ্বকাপের যাত্রা শেষ করে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তানের।

অবশ্যই পড়ুন: শ্রেয়সের জুতোয় পা গলাল কে? সুকৌশলে নিজেদের অধিনায়কের নাম জানাল KKR

তবে তাতেও জল ঢালে বৃষ্টি। বৃষ্টির কারণে ভেস্তে যায় বাংলাদেশ বনাম পাকিস্তানের নিয়ম রক্ষার ম্যাচ। একই ঘটনা ঘটে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও। আর এই দুর্যোগকে সামনে রেখেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় তুলেছেন ক্রিকেট প্রেমিরা। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে পিসিবি কর্তাদের ভূমিকা নিয়েও।

ভাইরাল ভিডিও ঘিরে সমালোচিত পাকিস্তান বোর্ড

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভেসে আসা একটি ভিডিওতে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামের কিছু অপ্রত্যাশিত দৃশ্য ধরা পড়েছে। গতকাল আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর লাহোর স্টেডিয়ামের স্টাফেদের গৃহস্থলীর নোংরা পরিষ্কার করার সরঞ্জাম দিয়ে মাঠ শুকোতে দেখা যায়।

 

আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অভিযোগ উঠছে, গতকাল বৃষ্টি থেমে যাওয়ার পর দীর্ঘ সময় পেয়েছিল আয়োজক পিসিবি। সূত্র বলছে, মাঠ শুকিয়ে পুনরায় ম্যাচ শুরু করা যেতে পারত, তবে পাকিস্তান বোর্ডের গাফিলতির কারণেই একপ্রকার মিনি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হচ্ছে আফগানিস্তানকে। কাজেই বলা যায়, বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচগুলিকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট মহলে পিসিবিকে নিয়ে সমালোচনার পারদ একপ্রকার তুঙ্গে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group