কলকাতাঃ অক্টোবরের ৩১ তারিখ ৬ জন রিটেন করা প্লেয়াদের নাম জানিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবার নিলাম থেকে বাকিদের কেনার পালা। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের মেগা অকশন। আর তাঁর আগে চ্যাটজিপিটি KKR-র প্রথম একাদশে কে কে থাকতে পারেন, তা জানিয়েছে।
ফিল সল্টকে বাদ দিল ChatGPT
ChatGPT-র অনুমান অনুযায়ী, গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত শুরু করা ফিল সল্ট নয়, এবার KKR-র ওপেনার হবেন জেসন রয়। উল্লেখ্য, ২০২৪-র আইপিএলে KKR-কে প্লে অফে তোলার মূল কারিগরের মধ্যে অন্যতম ছিলেন ফিল সল্ট। ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিলেন তিনি। তবে নকআউটে খেলা হয়নি তাঁর। আর এবার সেই সল্টের বদলে জেসন রয়কে বাছল AI।
KKR-র ওপেনার জেসন রয় ও নারায়ণ জগদীশন
ওপেনিংয়ে জেসন রয়ের সঙ্গী হসেবে তামিলনাড়ুর ব্যাটার নারায়ণ জগদীশনকে বেছে নিয়েছে চ্যাটজিপিটি। উল্লেখ্য, নারায়ণ এর আগেও কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। ২০২৩ সালে KKR-র হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন নারায়ণ জগদীশন। সেখানে মাত্র ১৬২ রান করেছিলেন তিনি।
নীতীশ রানা
এরপর তৃতীয় নম্বরে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক নীতীশ রানাকে জায়গা দিয়েছে চ্যাটজিপিটি। উল্লেখ্য, এবার KKR-র রিটেন করা প্লেয়ারদের মধ্যে নীতীশ নেই। কিন্তু শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তিনিই এক সময় কলকাতার ব্যাটন ধরেছিলেন।
চার নম্বরে দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন বা নিউজিল্যান্ডের ডারিল মিচেলকে বেছে নিয়েছে চ্যাটজিপিটি। AI-র মতে এই দুজনার মধ্যে একজনকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। এরপর পাঁচে রাখা হয়েছে KKR-র রিটেন করা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। ছয়ে উইকেকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে রেখেছে চ্যাটজিপিটি। উল্লেখ্য, রহমানউল্লাহ গুরবাজ ২০২৪-এ KKR-এ ছিলেন, তিনি সল্টের জায়গায় নকআউট ম্যাচগুলি খেলেছিলেন। তবে এবার তাঁকে রিটেন করেনি KKR।
সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে রেখেছে চ্যাটজিপিটি। স্পিনার হিসেবে KKR-র দুই ভরসা বরুণ চক্রবর্তী ও সুনীল নরেনকে রেখেছে চ্যাটজিপিটি। জোরে বোলার হিসেবে লকি ফার্গুসনকে রেখেছে চ্যাটজিপিটি। দেশীয় পেসার হিসেবে মুকেশ কুমার ও শিবম মাভিকে পছন্দ AI-র।
KKR-র বিকল্প অলরাউন্ডার
এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের বিকল্প অলরাউন্ডার হিসেবে ৪ জনকে পছন্দ করেছে চ্যাটজিপিটি। তাঁরা হলেন, সাকিব আল হাসান, সিকন্দর রাজা, দীপক হুডা ও শ্যাম কারান। সবথেকে বড় বিষয় হল, চ্যাটজিপিটি KKR-র প্রথম একাদশে রমনদীপ সিং, রিঙ্কু সিং ও হর্ষিত রানাকে রাখেনি। বলে রাখি, এই গোটা তালিকাটি AI দ্বারা তৈরি। তাই এর সাথে KKR-র দল বা তাঁদের প্রথম একাদশে যে মিল থাকবে, তা কিন্তু নয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |