বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি মরসুমে হাঁটতে গিয়ে বারবার পায়ে কাঁটা বিঁধছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল এ যাত্রায় ফর্মে ফিরতে যেন হিমশিম খাচ্ছে। এহেন আবহে নাইটের লড়াইয়ের মাঝে কিছুটা সুবিধা পেল KKR। কারণটা যদিও দুই দলের খোয়ানো পয়েন্ট।
হ্যাঁ, গত সোমবার সংরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বৃষ্টির কারণে ভেস্তে যায় দিল্লির ম্যাচ। যার প্রভাব পড়ে পয়েন্টে। একইভাবে গতকাল ঘরের মাঠে গুজরাতের কাছে পরাস্ত হয় হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। যার জেরে পয়েন্ট নষ্ট হয়েছে তাদেরও। আর সেই সূত্র ধরেই, চেন্নাই ম্যাচের আগে প্লে অফের নতুন আশা দেখছে KKR।
প্লে অফে ওঠার সম্ভাবনা বাড়ল KKR-র
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বর্তমান পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাবে, 11 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে তালিকার চতুর্থ স্থানে 12 ম্যাচে 14 পয়েন্ট যুগিয়ে মুম্বই ও তালিকার একেবারে পঞ্চম স্থানে দৌড়াচ্ছে দিল্লি ক্যাপিটালস। বর্তমানে তাদের পয়েন্ট 13। এখন প্রশ্ন, কীভাবে সুবিধা পাবে KKR? সেই সূত্রে বলে রাখি, বুধবার নাইটরা যদি লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে 12 ম্যাচে 13 পয়েন্ট পেয়ে যাবে রাহানের দল।
এক কথায় বলতে গেলে, 13 পয়েন্ট নিয়ে তালিকায় দিল্লি ও মুম্বইয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে কলকাতা। জানিয়ে রাখি, কলকাতার ম্যাচের পর পরবর্তীতে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যেকোনও একটি দল নিজেদের পয়েন্ট নষ্ট করবে। আর সেই রাস্তা ধরে প্রথম চারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 3 বারের চ্যাম্পিয়নদের। ওয়াকিবহাল মহল বলছে, গতকাল মুম্বইয়ের হারের পরই সরল হাসি হেসেছিল KKR। কাজেই বলা যায়, বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে মুখের হাসি যথেষ্ট চওড়া রেখেই মাঠে নামবে শাহরুখ খানের KKR।
অবশ্যই পড়ুন: মোদীর হনুমান, যে মধ্যরাতে পাকিস্তানের লঙ্কায় লাগায় আগুন! কার বুদ্ধিতে অপারেশন সিঁদুর?
CSK-র ম্যাচ গুরুত্বপূর্ণ
বুধবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনিরদের বিপক্ষে মাঠে নামছে অজিঙ্কা রাহানে বাহিনী। নাইটের প্লে অফের হিসেব বলছে, আসন্ন 3 ম্যাচেই বড় ব্যবধানে জিততে হবে তাদের। সেক্ষেত্রে, আজকের ম্যাচ কলকাতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।
যদিও পুরনো অঙ্ক অনুসারে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাজিক ফিগার অর্থাৎ 16 পয়েন্ট না পেলেও 14 থেকে 15 পয়েন্ট নিয়েও প্লে অফে ওঠা যায়। তবে সেক্ষেত্রে কলকাতাকে নির্ভর করতে হবে নেট রান রেটের। কাজেই আগামী ম্যাচগুলিতে শুধু জিতলেই হবে না, বরং বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে রাহানাদের। যদিও নাইট শিবিরের বিশ্বাস, আসন্ন সব ম্যাচেই জয় হবে তাদের।