পাত্তা দেয়নি দল! অবসরের পরই পুজারাকে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদির

Published on:

PM Modi To Cheteshwar Pujara new letter after retirement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ‘তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হতে পেরেছে, সেটা কোনও সংখ্যা দিয়ে মাপা যায় না।’ এক খোলা চিঠিতে চেতেশ্বর পুজারাকে এই কথাগুলিই বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi To Cheteshwar Pujara)। গত রবিবার সকলকে চমকে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলে উপেক্ষিত পুজারা।

বছরের পর বছর জাতীয় দলে ডাক না পাওয়া থেকে তারকার মনে যে অভেদ্য অভিমান জন্ম নিয়েছিল সে কথা বলার অপেক্ষা রাখে না। আর সেই চাপা অভিমান নিয়েই ক্রিকেট থেকে হাত গুটিয়ে নেন তিনি। তারপরই টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের কারিগরকে সরাসরি চিঠি লেখেন প্রধানমন্ত্রী মোদি।

2023 এর পরই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় পুজারার

শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন চেতেশ্বর পুজারা। কে জানত, সেটাই তাঁর শেষ ম্যাচ হবে। সেদিন, ভারতের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় তুলে নেয় অজিরা। সেই ব্যর্থতার পর থেকে আর ভারতীয় দলে ডাক পাননি পুজারা।

শুধু তাই নয়, সম্প্রতি বাদ পড়েছিলেন দিলীপ ট্রফির দল থেকেও। আর সেই সব হতাশাকে সঙ্গী করেই ক্রিকেট থেকে অবসর নেন তিনি। যদিও ক্রিকেট ছাড়ার পর পুজারা অবশ্য জানিয়েছেন, তরুণদের সুযোগ দিতেই তাঁর অবসর নেওয়া।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: ‘আমাদের জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত সরকার!’ বোমা ফাটাল রোহিঙ্গারা

পুজারার অবদান স্মরণ করে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী

সদ্য, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারার ক্রিকেট কেরিয়ারকে কুর্নিশ জানিয়েই চিঠি লিখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের চৌকিদার ওই আবেগঘন চিঠিতে পুজারাকে লিখছেন, তোমার কেরিয়ারে অনেক ম্যাচ জিতেছ, বহু রান করেছ। কিন্তু তোমার ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা যে শান্তি খুঁজে পেয়েছে, যেভাবে টিম নিশ্চিন্ত হয়েছে, সেটা কোনও সংখ্যা দিয়ে মাপা যায় না।

প্রধানমন্ত্রী আরও লেখেন, জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও একইভাবে খেলেছো তুমি। আশা করছি আগামী দিনেও ক্রিকেটের সাথে যুক্ত থাকবে, অনুপ্রেরণা যোগাবে তরুণদের। প্রধানমন্ত্রীর তরফে এমন বার্তা পেয়ে আবেগঘন হয়ে পড়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর। ইতিমধ্যেই মোদির চিঠি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে অনুভূতি ভাগ করে নিয়েছেন তিনি।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥