৬ গোলের রুদ্ধশ্বাস ম্যাচ, টেন হ্যাগের মান বাঁচালেন ম্যাগুয়ার

Published on:

manchester united vs porto

দু’গোলে এগিয়ে থাকার পরেও পরাজয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড (Porto vs Man United)। হ্যারি ম্যাগুয়ারের শেষ মুহূর্তের গোলের সুবাদে পোর্তো থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারবে এরিক টেন হ্যাগের দল।

প্রথম গোল তুলে নিয়েছিল ম্যানচেস্টার

WhatsApp Community Join Now

এস্টাদিও দো দ্রাগাও স্টেডিয়ামে পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। ইংলিশ প্রিমিয়ার লিগের পাশাপাশি ইউরোপা লিগেও (Europa League) ছন্দে নেই রেড ডেভিলরা। ম্যাচ শুরু হওয়ার দু’মিনিটের মধ্যে ইউনাইটেড রক্ষণের ওপর চাপ বাড়িয়েছিল পোর্তো। পরীক্ষার মুখে পড়েছিলেন গোলরোক্ষক আন্দ্রে ওনানা। যদিও শুক্রবারের ম্যাচে প্রথম গোল তুলে নিয়েছিল ম্যানচেস্টার।

বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন রাশফোর্ড

পোর্তোর বিরুদ্ধে বারবার ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন মার্কোস রাশফোর্ড। তিনিই করলেন ম্যাচের প্রথম গোল। বাম প্রান্তে ক্রিশিয়ান এরিকসনের কাছ থেকে বল পেয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। ব্যর্থ হয় পোর্তো গোলকিপার দিয়েগো কোস্তার গোল আটকানোর প্রচেষ্টা। সাত মিনিটের মাথায় এগিয়ে যায় ম্যানচেস্টার। কুড়ি মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাসমশ হল্যান্ড।

৩৪ মিনিটে স্কোরলাইন ২-২

পোর্তো ব্যবধান কমায় সাতাশ মিনিটে। ব্রাজিলিয়ান পেপে সুযোগের সদ্বব্যবহার করে বল জড়িয়ে দেন জালে। ৩৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন ওমরদিওন।

লাল কার্ড দেখেন ব্রুনো

মার্কোস রাশফোর্ড এদিন আরও গোল করতে পারতেন। পোর্তোর রক্ষণে একাধিকবার হানা দিয়েছিলেন তিনি। বিরতির পর ম্যাচ হয়েছিল আরও উত্তেজক। লিড পেয়ে যায় পর্তুগালের দলটি। নিজের নামের পাশে দ্বিতীয় গোল তুলে নেন ওমরদিওন। পিছিয়ে পড়ার পর আক্রমণভাগে ঝাঁঝ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন সময় লাল কার্ড দেখেন ব্রুনো ফারনান্দেজ। একাশি মিনিটে দশজন হয়ে পড়ার ফলে চাপে পড়ে গিয়েছিল ম্যানচেস্টার। শেষ পর্যন্ত ৯০+১ মিনিটে এরিকসনের কর্ণার থেকে গোল করে দলের জন্য এক পয়েন্ট নিশ্চিত করেন পরিবর্ত ফুটবলার হ্যারি ম্যাগুয়ার।

সঙ্গে থাকুন ➥
X