ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪ জারি থাকার মধ্যেই আলোচনার মধ্যে ঢুকে পড়েছে বিশ্বকাপ। IPL শেষ হলেই শুরু হবে এবারের টি২০ ওয়ার্ল্ড কাপ। চলতি আইপিএল-এ কোন ক্রিকেটার কেমন খেলছেন সে দিকে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের তীক্ষ্ণ নজর রয়েছে।
বিশ্বকাপ স্কোয়াডে কাদের জায়গা করে দেওয়া হতে পারে সে ব্যাপারে সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা চলছে, তেমনই প্রশ্ন করা হচ্ছে প্রাক্তন ক্রিকেটারদের। অনেকেই যেমন ময়ঙ্ক যাদবকে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে রাখার পক্ষে মত দিয়েছেন। একা ময়ঙ্ককে রেখে তো আর ম্যাচ জেতা যাবে না, খেতাব জিতে অসম্ভব। দরকার অন্তত এগারোজন যোগ্য ক্রিকেটার। কারা কারা জিততে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের মন? এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট এখন লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্বকাপের জন্য দল বাছছে BCCI
কিছু দিন আগে অব্দি জল্পনা ছিল বিরাট কোহলি আসন্ন এই বিশ্বকাপ আদৌ খেলবেন কি না। কিংবা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হতে পারে এ ব্যাপারেও প্রশ্ন উঠেছিল ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর পর। ক্যাপ্টেন কে হবেন সেটা ইতিমধ্যে ক্রিকেট প্রেমীরা জেনে গিয়েছেন। BCCI সচিব নিজে জানিয়েছেন টিম ইন্ডিয়াকে নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। কেউ কেউ মনে করছেন বিশ্বকাপ ২০২৪ স্কোয়াডে বিরাট কোহলি নিশ্চিতভাবে থাকবেন। বিরাট কোহলি চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো ফর্মে রয়েছে। ধারাবাহিকভাবে বড় রানের ইনিংস খেলেছেন।
আরও পড়ুনঃ গরমে পরপর তিন মাস একটানা বন্ধ স্কুল, কলেজ! রইল পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা
রানের মধ্যে রয়েছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এই প্রথম খেলছেন প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্ট। এখনও পর্যন্ত তাঁকে ইতিবাচক দেখিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে ঋষভ পন্থ থাকতে পারেন। ভারতে এখনও সেরা পেস বোলার জসপ্রীত বুমরাহ। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে অন্যতম ফেভারিট নাম।
কারা থাকতে পারেন টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার একাদশে? দেখুন সম্ভাব্য দল:
বিরাট কোহলি , রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রিঙ্কু সিং, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ময়ঙ্ক যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।