ব্যর্থতাই কাল! এই ৪ স্টার প্লেয়ারকে IPL 2026 এর আগেই ছাড়বে KKR, দাবি রিপোর্টে

Published:

Predicted Kolkata Knight Riders release list for IPL 2026
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণ অর্থাৎ 2025 সিজনে তালিকার 8 নম্বরে থেকে টুর্নামেন্টের যাত্রা শেষ করেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেবার, KKR এর ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল না যে এরাই তিনবারের চ্যাম্পিয়ন। তবে আসছে বছর আর সেই ভুল করবে না কলকাতা। নিজেদের খামতি ঢেকে নতুন মরসুমে ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবে নাইটরা। আর তার আগেই উঠে আসছে বড় খবর। সূত্র বলছে, 2026 IPL সিজনে ভেঙ্কটেশ আইয়ার সহ বাদ পড়তে পারেন 4 বড় তারকা।

IPL 2026 সিজনে KKR থেকে বাদ পড়বেন এই 4 তারকা!

ভেঙ্কটেশ আইয়ার

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 23 কোটি 75 লাখ টাকায় ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশকে দলে নিয়েই আশায় বুক বেঁধেছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। তবে মরসুম শুরু হতেই বারবার ব্যর্থ হয়েছেন আইয়ার। নিজের নাম এবং দামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি তিনি। যার কারণে IPL 2025 সিজনে KKR এর মতো চ্যাম্পিয়ন দলকে সহজ ম্যাচেও হারতে হয়েছিল। ইনসাইডস্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন IPL সিজনে কলকাতা থেকে বাদ পড়বেন ভেঙ্কি। বলা বাহুল্য, ভেঙ্কটেশ বাদ গেলে ওই অর্থ দিয়ে অন্তত দুজন ভাল মাপের অলরাউন্ডার অথবা ব্যাটসম্যান পেয়ে যাবে KKR।

কুইন্টন ডি কক

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতার হয়ে 97 রানের অপরাজিত ইনিংস খেলার পরই কোথাও যেন নিজের ফর্ম হারিয়ে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কুইন্টন ডি কক। পরবর্তীতে KKR এর হয়ে যতবার মাঠে নেমেছেন প্রায় প্রত্যেকবারই ব্যর্থ হয়েছেন তিনি। না বললেই নয়, গত IPL মরসুমজুড়ে কলকাতার হয়ে মাত্র 152 রান করেছিলেন ডিকক। রিপোর্ট বলছে, আসন্ন মরসুমে তাঁকে ধরে রেখে ভিড় বাড়াবে না KKR।

এনরিখ নরকিয়া

গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার আগে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া। যার কারণে শুরুর দিকে কলকাতার হয়ে মাঠে নামতে পারেননি তিনি। যদিও পরবর্তীতে কয়েকটি ম্যাচ খেলতে দেখা গিয়েছিল প্রোটিয়া তারকাকে। তবে দুঃখের বিষয় দুই ম্যাচ খেলে মাত্র 1টি উইকেট নিয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে এই প্লেয়ারকে নতুন মরসুমের জন্য আর ধরে রাখবে না শাহরুখের দল।

অবশ্যই পড়ুন: ভাইফোঁটাতে এভাবে করুন ভাই-বোনকে উইশ! রইল হৃদয় ছোঁয়া ২০টি শুভেচ্ছা বার্তা

বাদ যেতে পারেন মণীশ পান্ডেও

IPL 2025 এ 75 লাখের বিনিময়ে ফের KKR এ ভিড়েছিলেন কর্ণাটকের ব্যাটসম্যান মণীশ পান্ডে। তাঁর প্রত্যাবর্তনে অনেকটাই ভরসা পেয়েছিল ম্যানেজমেন্ট। তবে মাঠে সে অর্থে জলবা দেখাতে পারেননি তিনি। গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে 3 ম্যাচে অংশ নিয়ে 92 রান করেছিলেন পান্ডে। ধারণা করা হচ্ছে মণীশকে বাদ দিয়ে তাঁর জায়গায় অন্য কোনও ক্রিকেটারকে দলে নিতে পারে KKR এর ম্যানেজমেন্ট।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join