বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য। এদিকে তাঁর সতীর্থ শুভমন গিল ভারতীয় দলে ক্রমশ নিজের পরিধি বিস্তার করছেন। প্রথমে টেস্ট দলের অধিনায়ক থেকে এখন ভারতীয় ওয়ানডে দলের সেনাপতির আসনটাও ছিনিয়ে নিয়েছেন গিল। এদিকে নানা কারণে বিভিন্ন সময়ে বিতর্কের মধ্যমণি হয়ে থাকেন পৃথ্বী শ (Prithvi Shaw Viral Video)। সম্প্রতি পুনেতে রঞ্জি ট্রফির আগে মুম্বই এবং মহারাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন মেজাজ হারালেন ভারতীয় ক্রিকেটার। ব্যাট হাতে তেড়ে গেলেন প্রাক্তন সতীর্থর দিকে। তাতেও ফের জন্ম নিল বিতর্ক।
কেন এমন করলেন পৃথ্বী?
গতকাল অর্থাৎ মঙ্গলবার পুনেতে 2025-26 রঞ্জি ট্রফির আগে মহারাষ্ট্র এবং মুম্বই দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ চলছিল। সেখানেই মুম্বইয়ের হয়ে 8 বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর মহারাষ্ট্রে যোগ দিয়েছিলেন পৃথ্বী। প্রস্তুতি ম্যাচে 219 বলে 181 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এদিন মাত্র 140 বলে সেঞ্চুরি করেন সতীর্থ গিল। এপর্যন্ত সব ঠিকই ছিল। ঝামেলাটা গড়ায় পৃথ্বী আউট হওয়ার পরেই।
গতকাল, মহারাষ্ট্রের হয়ে 181 রান করতেই শেষ বলে মুশির খানের হাতে ফাইন লেগে তালুবন্দি হয় পৃথ্বীর শট। আর তাতেই আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটার। সেই মতোই সাজঘরে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময়ে আচমকা প্রাক্তন সতীর্থ মুশির খানের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন খেলোয়াড়। ক্রমশ মেজাজ খারাপ হতে শুরু করে পৃথ্বীর। একটা পর্যায়ে পর্যন্ত নিজেকে শান্ত রাখার পর শেষে নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে মুশিরের দিকে ব্যাট হাতে তেড়ে যান তিনি। একটা সময়ে ব্যাট ছুঁড়েও মারেন ভারতীয় তারকা। যদিও পরবর্তীতে আম্পায়ারদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
অবশ্যই পড়ুন: ইরানে না যাওয়ায় সমর্থকদের বিক্ষোভের মুখে কামিংসরা, মেজাজ হারালেন দিমি! ভিডিও ভাইরাল
উল্লেখ্য, 2018 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে মাঠে একাধিপত্য দেখিয়ে ভারতের ঘরে জয় এনে দিয়েছিলেন পৃথ্বী। সে বছর তাঁর ইনিংস ছিল চোখে পড়ার মতো। বলা বাহুল্য, ওই বছরই টেস্টে অভিষেক হয়েছিল পৃথ্বীর। ভারতীয় তারকার মন মাতানো পারফরমেন্সের কারণে অনেকেই তাকে সচিন তেন্ডুলকরের উত্তরসূরী হিসেবে দেখতেন। তবে সময় যত গড়িয়েছে ফিটনেস ও ব্যক্তিগত নানান সমস্যার কারণে জাতীয় দল থেকে উপেক্ষা পেয়েছেন তিনি। যার কারণে ভারতীয় তারকার জীবনে আশার আলো ক্রমশ ম্লান হয়ে এসেছে।