জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক! ২২ বছরের তরুণ ক্রিকেটারকে হারাল বাংলা

Published:

Priyojit Ghosh Death Due to heart attack During Gym
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 22। জিম করতে গিয়েই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। জানা যাচ্ছে, ব্যায়াম করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন প্রিয়জিৎ। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায়, ফের আরও একবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ভারী শরীর চর্চার প্রয়োজনীয়তা।

কোহলির পরম ভক্ত প্রিয়জিৎ

খোঁজ নিয়ে জানা গেল, বীরভূমের বোলপুরের বাসিন্দা বঙ্গ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ ভারতীয় মহতারকা বিরাট কোহলিকেই নিজের অনুপ্রেরণা হিসেবে মানতেন। কোহলি যেমন এই বয়সেও দৈনিক শরীরচর্চার মধ্যে দিয়ে নিজেকে ফিট রাখেন। ঠিক সেভাবেই, প্রতিদিন নিয়ম করে জিমে যেতেন 22 বছর বয়সী বাঙালি ক্রিকেটারও।

তেমনই, প্রতিদিনের রুটিন অনুযায়ী শুক্রবার সকালে জিমে হাজির হন প্রিয়জিৎ। দীর্ঘক্ষণ চলে শরীর চর্চা। এমন সময়ে হঠাৎ নাকি বুকে প্রবল যন্ত্রণা অনুভব করতে শুরু করেন বাঙালি ক্রিকেটার। আর তারপরই মৃত্যুকে কাছে টেনে নেয় বাংলার ক্রিকেট পাগল ছেলেটা। তবে এতদিন জিম করার পর এভাবে শরীর চর্চা চলাকালীন যে ছেলের মৃত্যু হবে, তা বোধ হয় স্বপ্নেও কল্পনা করেনি প্রিয়জিতের পরিবার।

বাঙালি ক্রিকেটারের মৃত্যুতে বেড়েছে চর্চা

জানা যাচ্ছে, মাত্র 22 বছর বয়সে শরীর চর্চা করতে গিয়ে বোলপুরের বাসিন্দা প্রিয়জিতের আকস্মিক মৃত্যু যথেষ্ট ভাবাচ্ছে চিকিৎসকদের। সূত্রের খবর, নিয়মিত শরীর চর্চা করার সত্ত্বেও কেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন বাঙালি ক্রিকেটার, উত্তর খুঁজতে উঠে পড়ে লেগেছেন চিকিৎসকদের একাংশ। তবে এসবের মধ্যে দিয়ে, ফের আরও একবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ভারী শরীরচর্চা বা জিমের প্রয়োজনীয়তা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি শরীরচর্চাই কাল হয়ে দাঁড়াচ্ছে?

অবশ্যই পড়ুন: ওভালে তাণ্ডব ভারতের! সচিন তেন্ডুলকরের রেকর্ড গুঁড়িয়ে দিলেন মহম্মদ সিরাজ

উল্লেখ্য, 2018-19 মরসুমে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা অনূর্ধ্ব-16 টুর্নামেন্টে সুযোগ পেয়েছিলেন বোলপুরের ছেলে প্রিয়জিৎ ঘোষ। সেই মতোই, নিজের ক্রিকেটীয় প্রতিভাকে জাগিয়ে ওই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়ে উঠেছিলেন তিনি। যার কারণে CAB-র তরফে প্রাপ্য সম্মান এবং পুরস্কার দুইই পেয়েছিলেন সদ্য স্বর্গ গত প্রিয়জিৎ। আশা ছিল আগামী দিনে বাংলার মুখ উজ্জ্বল করবেন তিনি। তবে সেটা আর হল না! মাত্র 22 বছর বয়সেই মৃত্যুর টানের কাছে হার মানলো প্রাণশক্তি!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join