বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় কাটাচ্ছে পাকিস্তান। তবে সেসবের মাঝেও আসন্ন আগস্টে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ সফরে যাওয়ার কথা গ্রিন আর্মির। উপলক্ষ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের টি-টোয়েন্টি ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সেই মহারণের প্রাক্কালে দু’দলের ক্রিকেট বোর্ডের মধ্যে বাঁধতে পারে জোর বিবাদ!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, ওয়ানডের বদলে শুধুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এদিকে দীর্ঘ বেশ কিছুদিন ওয়ানডের ময়দানে না নামার কারণে, এক দিনের সিরিজ আয়োজন করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। এমতাবস্থায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ওয়েস্ট ইন্ডিজকে কার্যত হুমকি দিচ্ছে! এমনটাই দাবি করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজকে হুমকি দিচ্ছে PCB?
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন আগস্টে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলতে চাইছে পাকিস্তান। এদিকে ওয়েস্ট ইন্ডিজ আবার চাইছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে দুইই হোক। আর তা নিয়েই এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ঠান্ডা লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের!
তবে রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একপ্রকার হুমকি দিচ্ছে! জানা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের সময়সূচি পরিবর্তন করতে চায় না। এদিকে পাকিস্তান বোর্ডের তরফে নাকি বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ পর্যন্ত সময়সূচি পরিবর্তন না করে, তবে তারা বিকল্প চিন্তা করবে।
খোঁজ নিয়ে জানা গেল, পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের দুই ফরম্যাটের লড়াই শুরুর আগেই দু দেশের বোর্ডের মধ্যে এমন মতবিরোধ, মেনে নিতে পারছেন না ভক্তরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের তরফে জানানো হয়েছে, গোটা বিষয় নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চলছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও ক্রিস ডেহরিং জানিয়েছেন, যাই হোক, সিরিজের সময়সূচী একই থাকবে। এ বিষয়ে PCB-কে আমরা বোঝাবো!
The Caribbean’s cricket crisis 🏏⚠️
These are the consequences of a broken system, one that no longer produces world-class players, but instead exposes them unprepared to the world stage.
✍️ @dramnarine #WIvAUShttps://t.co/El3lgK55jz pic.twitter.com/UZyqCAYAcf
— Cricbuzz (@cricbuzz) July 16, 2025
অবশ্যই পড়ুন: ভারতীয় বস্ত্র খাতে বিনিয়োগ করতে চলেছে জাপান
প্রসঙ্গত, আসন্ন 1 আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান। 20 ওভারের সিরিজের শেষ ম্যাচ রয়েছে 4 আগস্ট। আর তা শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজ বাহিনীর বিরুদ্ধে 8 আগস্ট থেকে ওয়ানডে সিরিজের যাত্রা শুরু করার কথা পাকিস্তানের। তবে আপাতত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনিচ্ছার কারণে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |