ঢাকা বিমানবন্দরে সমর্থকদের ক্ষোভের মুখে বাংলাদেশ ক্রিকেটাররা

Published:

Protests Against Bangladesh Cricketers at Dhaka airport
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপে শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেই ব্যর্থতায় মলম লাগাতে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ওপার বাংলার টাইগাররা। কিন্ত সেই যাত্রাতেও চূড়ান্ত ব্যর্থতা ঘিরে ধরল মেহেদি হাসান মিরাজদের। আফগানিস্তানের কাছে সিরিজে 3-0 ব্যবধানে দুরমুশ হওয়ার পর বাংলাদেশে ফিরেছিলেন সে দেশের ক্রিকেটাররা। তবে বিমানবন্দরে নামতেই ক্ষুব্ধ সমর্থকদের তোপের মুখে পড়তে হল তাঁদের (Protests Against Bangladesh Cricketers)।

জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরে বিক্ষোভ বাংলাদেশে!

ঢাকা প্রকাশের প্রতিবেদন অনুযায়ী, বুধবার আফগানিস্তান সিরিজ শেষ করে ঢাকা বিমানবন্দরে নেমেছিলেন ওপার বাংলার ক্রিকেটাররা। তবে সেখানে পৌঁছতেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়ে মিরাজের দল। বাংলাদেশ দলের ক্রমাগত পরাজয়ের কারণে চরম হতাশা নিয়ে শান্তদের উদ্দেশ্যে একাধিক কুরুচিকর মন্তব্য করতে থাকেন তাঁরা।

প্রতিবেদন অনুযায়ী, এদিন জাতীয় দলের ক্রিকেটারদের ঘিরে সমর্থকদের বিক্ষোভ ভয়াবহ আকার নিয়েছিল। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট দলের সেই সব ভক্তরাই বিক্ষোভ দেখাচ্ছিলেন যাঁরা গত সেপ্টেম্বরে মিরাজদের দেশ ছাড়ার পূর্বে তাঁদের উষ্ণ বিদায় জানিয়েছিলেন। বুধবার বাংলাদেশ ক্রিকেট দলের একাধিক অসফলতাকে সামনে রেখে তাঁদের সরাসরি একেবারে তীব্র ভাষায় আক্রমণ করতে থাকেন ভক্তরা। বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ‘দেশের ইতিহাসে এমন দৃশ্য খুবই বিরল।’

অবশ্যই পড়ুন: দিমিকে নিয়ে উত্তাল মোহনবাগান! সবুজ মেরুন সমর্থকদের উপর লাঠিচার্জ পুলিশের

উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারতো বাংলাদেশ। যদি না পাকিস্তানের ব্যাটিং অর্ডার তাঁদের স্বপ্ন ভাঙতো। আসলে পাকিস্তানের কাছে ফাইনালের লড়াইয়ে হেরেই এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছিল ওপার বাংলার ছেলেদের। আর সেই যন্ত্রনা কাটিয়ে ওঠার আগেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে 3-0 ব্যবধানে জিতেও ওয়ানডে সিরিজে ঠিক উল্টো ফলাফল করে দেশে ফিরতে হল মিরাজদের।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join