কর্মীই নেই, PSL-এ আর নেওয়া যাবে না DRS! লজ্জায় নাক কাটা গেল PCB-র

Published:

PSL in Pakistan is being played without DRS facility
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সাথে সংঘাতে জড়িয়ে সবদিক থেকে ঘাড় ধাক্কা খেয়েছে পাকিস্তান! চরম অর্থনৈতিক সঙ্কটের মাঝে নানা মহল থেকে ছিছিক্কার শুনতে হচ্ছে পাক সরকারকে। এমতাবস্থায়, দেশের সবচেয়ে বড় ক্রিকেট লিগ PSL-এও কর্মীর অভাবে ধুঁকছে পশ্চিম দিকের ক্রিকেট! সূত্রের খবর, ভারতের সাথে সংঘাতের জের, প্রযুক্তি ব্যবহার করার মতো কর্মী পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, মূলত কর্মীর অভাবেই পাকিস্তান সুপার লিগে বন্ধ হয়ে গেল DRS সুবিধা।

কেন হঠাৎ এত প্রযুক্তি কর্মীর আকাল পাকিস্তানে?

ভারত-পাক সংঘাতের কারণে বেশ কিছুদিন বন্ধ রাখা হয়েছিল পাকিস্তান সুপার লিগ। তবে দুই দেশের মধ্যে সংঘর্ষপূর্ণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ফের শুরু হয়েছে PSL। সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ সংস্থা তাদের রিপোর্টে দাবি করেছে, মূলত প্রযুক্তি কর্মীর অভাবে পাকিস্তান সুপার লিগ থেকে উঠে যাচ্ছে DRS সুবিধা। কিন্তু কেন? কেন পাওয়া যাচ্ছে না প্রযুক্তি কর্মী?

বেশ কিছু সূত্র অনুযায়ী, পাকিস্তান সুপার লিগে কর্মরত প্রযুক্তি কর্মীদের মধ্যে বেশির ভাগই ভারতীয়। জানা যায়, এ মরসুমে PSL-এ DRS সহ অন্যান্য প্রযুক্তি দেখভাল ও পরিচালনার জন্য ভারতীয় কর্মীদের নিয়োগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র বলছে, প্রতিবেশীর সাথে সংঘাতের কারণে PSL স্থগিত হয়ে যেতেই দেশে ফিরে এসেছেন ওই প্রযুক্তি কর্মীরা। আর সেই কারণেই দক্ষ কর্মীর অভাবে আর DRS পদ্ধতি ব্যবহার করা যাচ্ছে না।

আরব আমিরশাহীতে আয়োজন করা যায়নি PSL

ভারতের সাথে উত্তেজনা চরমে ওঠায় আচমকা পাকিস্তান সুপার লিগ স্থগিত করে সংযুক্ত আরব আমিরশাহীতে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই সিদ্ধান্তে জল ঢেলেছে UAE ক্রিকেট। জানা গিয়েছে, প্রাথমিকভাবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে PSL আয়োজনের জন্য রাজি হলেও পরবর্তীতে পাকিস্তানকে ঘাড় ধাক্কা দেয় UAE!

অবশ্যই পড়ুন: ফের বিশ্বাসঘাতকতা বাংলাদেশের! ইউনূসের চ্যাংড়ামিতে ১৮০০০০০০০০ টাকার ক্ষতি ভারতের

বলা বাহুল্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহর সাথে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ড ও বোর্ড কর্তাদের সম্পর্ক যথেষ্ট গভীর। মনে করা হচ্ছে, সেই সম্পর্কেকে কাজে লাগিয়ে PSL আয়োজন করতে রাজি হয়নি UAE। উল্লেখ্য, আগামী 25 মে PSL ফাইনাল হওয়ার কথা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join