KKR থেকে বাদ পড়ে কামাল দেখানো হল না! শ্রেয়স বললেন ‘যুদ্ধে হারিনি’

Published:

Punjab Kings have a chance to reach the final despite losing to RCB
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ 9 বছরের অপেক্ষা কেটেছে। বৃহস্পতিবার পাঞ্জাব বধ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে প্রবেশ করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে কোহলিদের এই সাফল্য KKR থেকে বিতাড়িত প্লেয়ার তথা পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়স আইয়ারের আফসোসের কারণ হয়েছে।

গতকাল, বেঙ্গালুরুর কাছে হেরে এক লাফে ফাইনালে পৌঁছনোর স্বপ্ন অধরা থেকে গেছে প্রীতি জিন্টাদের। তবে পাঞ্জাব সেনাপতি বলছেন, আমরা শুধু একটা ম্যাচ হেরেছি, গোটা যুদ্ধে নয়। তাহলে কি এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে পাঞ্জাবের? কোন সমীকরণে? দেখে নিন।

হারের পরও আশার আলো দেখছেন আইয়ার

বৃহস্পতিবার মুল্লানপুরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 8 উইকেটের ব্যবধানে একপেশে জয় তুলেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু হঠাৎ পয়েন্ট তালিকার মগডালে থাকা পাঞ্জাবকে এমন ঝটকা দিতেই কিছুটা হকচকিয়ে গিয়েছেন অধিনায়ক থেকে শুরু করে সমর্থকরা। যদিও, কোহলিদের বিরুদ্ধে হারের পরও কণ্ঠস্বর উঁচুই রেখেছেন আইয়ার। তাঁর বক্তব্য ছিল, এই দিনটা ভুলে যাওয়ার মতো নয়। তবে আমাদের এবার থেকে যথেষ্ট কৌশল নিয়ে কাজ করতে হবে।

শুরুর দিকে আমরা অনেক উইকেট হারিয়েছি, এখনও এমন অনেক কিছুই আছে ফিরে এসে পর্যালোচনা করছি আমরা। এরপরই পাঞ্জাব অধিনায়ক জানান, আসলে আমাদের পরিকল্পনা নিয়ে কোনও সন্দেহ নেই, যা ভেবেছিলাম আশা করি তেমন পরিকল্পনাই নেওয়া হয়েছিল, তবে শুধু মাঠে প্রয়োগ করা যায়নি।

আইয়ার আরও জানান, এই হারের জন্য বোলারদের একেবারেই দোষ দেওয়া যায় না। কেননা, ওরা অল্প রানের পুঁজি নিয়েই লড়াই করেছিল। বরং আমাদের ব্যাটিংয়ে নজর দিতে হবে। সবশেষে ভারতীয় তারকা জানান, আমরা লড়াইয়ে হেরেছি, গোটা যুদ্ধে নয়।

অবশ্যই পড়ুন: মাছ বেচেই চলত বড় সংসার, ৩০ টাকার লটারিতেই কোটিপতি হলেন ফুলবাড়ির লড়াকু নারী

কোন সমীকরণে এখনও ফাইনালে পৌঁছতে পারবে PBKS?

পাঞ্জাব কিংসের কাছে এখনও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। হ্যাঁ, আইয়ারের দল যেহেতু হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, সে ক্ষেত্রে তালিকার প্রথম দুইয়ে থাকার সুবিধা পাবে পাঞ্জাব। সেই সূত্রে বলি, ফাইনালে পৌঁছতে গেলে পাঞ্জাবকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশ নিয়ে জিততে হবে।

সেক্ষেত্রে, আজ অর্থাৎ শুক্রবারের গুজরাত বনাম মুম্বই ম্যাচের পর যে দল জয়ী হবে তাদের সাথেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে PBKS। আর সেই আসরে জিততে পারলেই পাঞ্জাব পৌঁছে যাবে ফাইনালে। সেখানে অবশ্য তাদের ফের মুখোমুখি হতে হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কাজেই, পয়েন্ট তালিকার প্রথম দুইয়ের নিয়ম অনুযায়ী, হারের পরও ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে প্রীতির পাঞ্জাব।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join