বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ যাত্রায় ধাক্কা খেয়েও ঘুরে দাঁড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। একেবারে তলানিতে ঠেকে যাওয়া দল কামব্যাক করেছিল IPL-র মাঝপথে। তবে শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না! মুম্বইয়ের কফনে শেষ পেরেক পুঁতল পাঞ্জাব কিংস (Punjab Kings)।
গতকাল, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুম্বইয়ের 204 রানের লক্ষ্য সহজেই তাড়া করে ম্যাচ পকেটে পুরে নেয় শ্রেয়স আইয়ারের দল পাঞ্জাব কিংস। আর সেই সূত্র ধরেই, একেবারে ফাইনালের মঞ্চে উপস্থিত হয়েছে তারা। তবে জানিয়ে রাখি, রবিবার মুম্বইয়ের বুকে তীর নিক্ষেপ করার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছে পাঞ্জাব।
IPL-এ ইতিহাস লিখল প্রীতির পাঞ্জাব
গতকাল, রবিবাসরীয় ম্যাচে মুম্বইয়ের ঠিক করে দেওয়া 204 রানের লক্ষ্য মাত্র 19 ওভারেই পূরণ করে ফেলে আইয়ারের দল। আর এর পরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে বিরাট নজির গড়ল এবারের ফাইনালিস্ট পাঞ্জাব। জানা যাচ্ছে, গতকাল 1 ওভার হাতে রেখে পাঞ্জাব যে 204 রানের লক্ষ্য তাড়া করে জিতেছে, তা আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফে সর্বোচ্চ সফল রান তাড়া।
হ্যাঁ, এটিই IPL ইতিহাসের সর্বোচ্চ সফল লক্ষ্য পূরণ। এর আগে, এই রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। 2014 সালের IPL সিজনে এই পাঞ্জাবের বিরুদ্ধেই বড় রানের লক্ষ্য তাড়া করে প্লে অফে নজির রেখেছিল শাহরুখের দল। এবার সেই রেকর্ড প্রীতির দখলে।
অবশ্যই পড়ুন: ২৫ জুন ঘরোয়া লিগের উদ্বোধন, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগান? জানা গেল দিনক্ষণ
রেকর্ড গড়েছে মুম্বইও
গতকালের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসের পাশাপাশি রেকর্ড গড়েছে হার্দিকের মুম্বইও! তবে গর্বের নয়, বরং লজ্জার রেকর্ড গড়ে বিদায় নিয়েছে MI। জানিয়ে রাখি, গতকাল রবির ম্যাচে 203 রান করেও পাঞ্জাবের কাছে পরাস্ত হয়েছে MI।
আসলে এটিই মুম্বইয়ের কাছে সবচেয়ে বড় লজ্জার! কেননা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে 200-র বেশি রান করে কখনই পরাস্ত হয়নি আম্বানির দল। তবে গতকাল কোয়ালিফায়ারের টুয়ের আসরে 203 করেও বিদায় নিল MI, যা আদতে চ্যাম্পিয়নদের জন্য লজ্জার!