বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুরন্ত ক্রিকেট দেখিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে পাঞ্জাব কিংস(Punjab Kings)। গতকাল ধোনির চেন্নাইকে হারিয়ে বড় কীর্তি গড়ে প্রীতির দল। তবে পয়েন্ট তালিকায় শক্তি বাড়িয়েও রেহাই পাননি অধিনায়ক শ্রেয়স আইয়ার।
IPL কোড অফ কন্ডাক্ট ভাঙার কারণে বড়সড় শাস্তির মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিয়ম ভঙ্গের অভিযোগে 12 লক্ষ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে আইয়ারকে, এমতবস্থায় চাপের মাঝেই ফের বিরাট ঝটকা খেল PBKS।
মাঝপথে ছিটকে গেলেন তাবড় তারকা
বুধবার চেন্নাইকে ফিরতি পথ দেখিয়ে প্লে অফের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছিল আইয়ারের দল। এমতাবস্থায়, পাঞ্জাব যখন ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছে ঠিক সেই মুহূর্তে, বিরাট ধাক্কা দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। জানা যাচ্ছে, চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আপাতত ছিটকে গেলেন এই অজি তারকা।
সূত্রের খবর, আঙুলে চোট থাকায় এ মরসুমে আর খেলা হচ্ছে না ম্যাক্সওয়েলের। যদিও সেই ঘোষণা দলের তরফে আনুষ্ঠানিকভাবে হয়নি ঠিকই, তবে পাঞ্জাব কিংস সূত্রে খবর, ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের অনুপস্থিতির কথা স্বীকার করে নিচ্ছেন সতীর্থরা। শোনা যাচ্ছে, আগামী ম্যাচ গুলিতে তাঁকে বাদ রেখেই একাদশ সাজাবে পাঞ্জাব।
আঙুল ভেঙে গিয়েছে ম্যাক্সওয়েলের
প্রথমবারের জন্য কলকাতার বিরুদ্ধে মাঠে নামতেই আঙুলে চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। যার জেরে পরবর্তী ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে তাঁর বিকল্প হিসেবে দলে ছিলেন সূর্যাংশ শেড়গে। সম্প্রতি পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার মার্কাস স্টোইনিস ম্যাক্সওয়েল সম্পর্কে বলেন, দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুল ভেঙে গিয়েছে। গত ম্যাচের আগেই অনুশীলন চলাকালীন ওর আঙুল ভেঙে যায়।
শুরুর দিকে ও ভেবেছিল হয়তো চোট লেগেছে। গুরুতর হলেও ঠিক হয়ে যাবে। তবে পরবর্তীতে বুঝতে পারে আঙুল একেবারে ভেঙেই গিয়েছে। স্ক্যান রিপোর্টও খুব একটা ভাল নয়। আমার যতদূর মনে হয় ও আর IPL খেলতে পারবে না।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে বাঁধল গৃহযুদ্ধ? মুখোমুখি সংঘর্ষে পাক সেনা-পুলিশ! ভাইরাল ভিডিও
ম্যাক্সির বিকল্প খুঁজছে পাঞ্জাব
সদ্য ম্যাক্সওয়েলের আঙুল ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংও। যার কারণে অজি তারকার বিকল্প হিসেবে যোগ্য কাউকে খুঁজে বের করতে চাইছে পাঞ্জাব। সম্প্রতি এ প্রসঙ্গে কোচ পন্টিং বলেন, কোনও ভাবে ম্যাক্সির বিকল্প একজনকে খুঁজে বের করতেই হবে। 12 তম ম্যাচে নামতে চলেছি, দলে যারা রয়েছেন তাদের মধ্যে থেকেই কাউকে বেছে নিতে হবে। সেই কাজ চলছে। যদিও বিশেষজ্ঞ মহল মনে করছেন, ম্যাক্সওয়েলকে ছাড়া আগামী ম্যাচগুলিতে যথেষ্ট চাপে পড়তে পারে PBKS।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |