বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়বেন পিভি বিষ্ণু! সাম্প্রতিক সময়ে এমন খবরেই গা ভাসিয়েছিলেন ফুটবলপ্রেমীরা। তবে আপাতত সেই জল্পনা মিথ্যা প্রমাণিত হল। পুরনো প্রসঙ্গে জল ঢেলে আরও 3 বছরের জন্য লাল হলুদ শিবিরে রয়ে গেলেন গত মরসুমে জাত চেনানো ফুটবলার বিষ্ণু।
বিষ্ণুতেই ভরসা ইস্টবেঙ্গলের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2024-25 মরসুম শেষ হতেই ভারতীয় ফুটবলার পিভি বিষ্ণুকে নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। বেশ কয়েকটি সূত্র দাবি করছিল, ইস্টবেঙ্গলের সাথে চুক্তি শেষ হলেই অতিরিক্ত দাম দিয়ে তাঁকে কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে ISL-র একাধিক দল। তালিকায় জোড়া হয়েছিল মোহনবাগানের নামও। তবে আপাতত সেই সম্ভাবনা সত্যি হচ্ছে না।
একেবারে স্বইচ্ছায় ইস্টবেঙ্গল শিবিরে আরও 3 বছরের জন্য চুক্তি বাড়িয়ে নিলেন লাল হলুদের মাঝ মাঠের ভরসা। আসলে, শেষ সিজনে প্রতিপক্ষের কঠিন লড়াইয়ের সামনে বিষ্ণু যেভাবে দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন, তাতে গুঁড়িয়ে যাওয়া ইস্টবেঙ্গলকে একেবারে উড়িয়ে দেওয়ার সম্ভব ছিল না। জানিয়ে রাখি, মূলত এই বাঁ পায়ের উইঙ্গারকে তাঁর দুরন্ত ফর্মের কারণেই ছাড়তে চাননি কোচ অস্কার ব্রুজো। আর সেই সূত্রেই আসন্ন মরসুমের জন্য ইস্টবেঙ্গল শিবিরে ফের জায়গা পাকা হল বিষ্ণুর।
নতুন মরসুমে বিষ্ণুকে নিয়ে একাধিক পরিকল্পনা লাল হলুদের
ভরা ইন্ডিয়ান সুপার লিগে দুঃসময়ের মাঝে যাঁকে বরাবর উদ্ধারকারীর ভূমিকায় পেয়েছে ইস্টবেঙ্গল, সেই বিষ্ণুকে কি আর ছেড়ে দেওয়া যায়? গত ISL সিজেনে লাল হলুদের হয়ে যে ম্যাচেই বিষ্ণুর পা পড়েছে, তাতেই শেষটা রাঙিয়ে দিয়েছেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে মোক্ষম সময়ে ম্যাচের রং বদলে দেন পিভি। যেই দৃশ্য আজও দাগ কেটে রয়েছে সমর্থকদের মনে।
অবশ্যই পড়ুন: আপন প্রাণ বাঁচা! চাপে পড়ে পাকিস্তানকে ভুলল বাংলাদেশ, অনুসরণ ভারতের পথ
মোদ্দা কথা, দলের সেরা উইঙ্গারকে নিয়ে সন্তুষ্ট কোচ অস্কার। অন্যান্যদের খাপ ছাড়া ফুটবলের মাঝে বিষ্ণুই একমাত্র, যিনি লাল হলুদে আশার আলো যুগিয়েছিলেন। তাই তাঁকে ছেড়ে দেওয়াটা নিতান্তই বোকামো হবে, যে কথা বুঝে গিয়েই আগেভাগে বিষ্ণুর সাথে চুক্তি বাড়িয়ে নিল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। শোনা যাচ্ছে, বিষ্ণুর সাথে সম্পর্ক বাড়িয়ে আসন্ন মরসুমের জন্য তাঁকে আরও শক্তিশালী করে তুলবে লালা হলুদ। সূত্র বলছে, ভারতীয় ফুটবলারকে নিয়ে বর্তমানে অসংখ্য পরিকল্পনা গুছিয়ে রেখেছেন কোচ অস্কার।