KKR-র হারের মূল কালপ্রিটের নাম জানিয়ে দিলেন রাহানে

Published:

Rahane blames KKR bowlers after lost to Chennai
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘরের মাঠে একাধিক ভুল সিদ্ধান্তের জের, পয়েন্ট তালিকার তলানিতে থাকা চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনিদের নিয়ম রক্ষার ম্যাচে নাইটদের এমন দুরবস্থা চোখে জল এনেছে বহু KKR সমর্থকের!

কিন্তু কেন হারল KKR? ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বোলারের ওপর দোষ চাপালেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। অথচ, ভাল বোলিং অপশন থাকা সত্ত্বেও তা না ব্যবহার করার মতো ভুল নিয়ে মুখে রা-ও করলেন না নাইটদের সেনাপতি।

নাইট বোলারের ওপর দোষারোপ রাহানের

বুধবার ঘরের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে হারের মালা গলায় পরে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ধোনিদের বিপক্ষে ভাগ্য না ফেরায় মনে মনে একেবারে রেগে কাঁই অধিনায়ক রাহানে। যদিও তা বুঝতে না দিলেও, ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বোলারকে হারের মূল কালপ্রিট বানালেন অজিঙ্কা!

গতকাল ক্যামেরার মুখোমুখি হলে রাহানেকে প্রশ্ন করা হয়, বৈভব আরোরা এক ওভারেই 30 রান তুলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিস, কলকাতা কি ওখানেই হেরে গেছিল? জবাবে তড়িঘড়ি নাইট অধিনায়ক বলে বসেন, একদমই তাই। এই ফরম্যাটে অবশ্য এমন ধরনের ঘটনা ঘটে।

একটা ওভার গোটা ম্যাচের চেহারা বদলে দিতে পারে। তবে আমার মনে হয়, ওরা খুব ভাল খেলেছে। এদিন মূলত চেন্নাই ব্যাটার ব্রেভিস ও শিবম দুবের প্রশংসা করেন রাহানে। নাইট সেনাপতির সংযোজন, ওরা দুজন যথেষ্ট ঝুঁকি নিয়ে খেলেছে। আর সেটাই কাজে লেগেছে চেন্নাইয়ের।

অবশ্যই পড়ুন: কঠিন তবে এই ফর্মুলায় এখনও প্লে-অফে যেতে পারবে KKR

প্রসঙ্গত, বুধবার ইডেনের মাঠে কলকাতার হারের নেপথ্য বৈভব আরোরার ওভারে 30 রানের ব্যর্থতাকে দায়ী করলেও নিজের ভুল সিদ্ধান্তের কথা মুখেও আনেননি অজিঙ্কা। এদিন নাইট সেনাপতির কাছে বিকল্প বোলার হিসেবে পরিস্থিতি অনুযায়ী মঈন আলিকে খেলানোর সুযোগ ছিল। কিন্তু তা তিনি করেননি।

চেন্নাইয়ের দাপুটে ব্যাটসম্যানদের সামনে স্পিন বোলারদের না ব্যবহার করে, বৈভব আরোরাকে দিয়ে বোলিং করিয়েছিলেন রাহানে, আর সেই যাত্রায় ব্যর্থ হতেই গোটা দায় কার্যত বোলারের ওপর চাপিয়ে, কাঁধের বোঝা কিছুটা কমানোর চেষ্টা করলেন রিঙ্কু সিংদের অধিনায়ক।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join