বিক্রম ব্যানার্জী, কলকাতা: হঠাৎ রাজস্থান রয়্যালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid Resignation From RR)। যে খবর সমাজ মাধ্যমে ঘটা করে জানিয়েছে RR কর্তৃপক্ষ। কিন্তু ঠিক কী কারণে পদের বয়স এক বছর হওয়ার আগেই সরে গেলেন দ্রাবিড়? উঠে আসছে বেশ কিছু বড় কারণ।
হঠাৎ কেন RR দলের দায়িত্ব ছাড়লেন দ্রাবিড়?
গত বছর রাজস্থান দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে ট্রফি জেলা রাহুল দ্রাবিড়। তবে প্রধান কোচের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই RR থেকে সরে গেলেন তিনি। কারণ কী? TV 9 এর রিপোর্ট বলছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রাজস্থান দলে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে যথেষ্ট বিরক্ত ছিলেন।
গত জুলাই মাসে, লন্ডনে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে IPL 2025 এ RR দলের পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই নাকি পরবর্তী সিজনের জন্য দ্রাবিড়কে বড় পদ দিতে চেয়েছিলেন RR কর্তারা। তবে দ্রাবিড় সেই প্রস্তাবে রাজি হননি। মনে করা হচ্ছে, হয়তো বড় পদ অফার করা এবং RR দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রধান কোচের দায়িত্ব থেকে সরে গেলেন দ্রাবিড়।
ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপেনিং নিয়ে সঞ্জু স্যামসন এবং রাহুল দ্রাবিড়ের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। সঞ্জু নিজেই ওপেন করতে চেয়েছিলেন, এদিকে রাহুল বৈভব সূর্যবংশীকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলাতে মরিয়া ছিলেন। সম্ভবত সে কারণেই RR দলের পারফরমেন্স ধাক্কা খেয়েছিল। এছাড়াও দলের অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয়েছিল দ্রাবিড়কে। সব মিলিয়ে, একাধিক সমস্যা এবং দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রধান কোচের মেয়াদ এক বছর হওয়ার আগেই অব্যাহতি দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: ‘কাঠের মালা পরে চলে আসেন ভাতা নিতে!’ SC, নমশূদ্র মহিলাদের বললেন মহুয়া
রাজস্থানের পরবর্তী কোচ কে হবেন?
রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পরই প্রধান কোচ খুঁজতে শুরু করেছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে বৈভব সূর্যবংশীদের দায়িত্ব দিতে পারে RR ম্যানেজমেন্ট। বলা বাহুল্য, বর্তমানে রাজস্থান দলের পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন সাঙ্গাকারা। মনে করা হচ্ছে, RR কর্ণধার মনোজ বাদালে লন্ডনে দলের স্টাফেদের নিয়ে একটি বৈঠক ডাকতে পারেন। হয়তো সেখানেই চূড়ান্ত হয়ে যাবে RR দলের পরবর্তী প্রধান কোচের নাম!