দেবপ্রসাদ মুখার্জী: ভারত ও বাংলাদেশের মধ্যে সিরিজের দ্বিতীয় তথা অন্তিম টেস্টে শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর। এই টেস্ট জিতে বাংলাদেশকে হোয়াইট-ওয়াশ করতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে এই কানপুর টেস্ট ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বিশেষত, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দিক থেকে এই ম্যাচের পয়েন্ট গুরুত্বপূর্ণ হবে। তবে বৃষ্টির আশঙ্কা থাকায় পুরো ম্যাচের ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কানপুর টেস্টে বৃষ্টির পূর্বাভাস
Accuweather-এর রিপোর্ট অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ও ২৮ সেপ্টেম্বর যথাক্রমে ৯৩% এবং ৮০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই দুদিন। সেই কারণে, প্রথম দুই দিনের খেলা নষ্ট হতে পারে। ২৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টির কমতে শুরু করবে। যেখানে ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যথাক্রমে ৩% এবং ১% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও শেষ তিন দিনে বৃষ্টির প্রভাব অনেকটাই কম থাকবে। তবে প্রথম দুই দিনের বৃষ্টি খেলার উপর বড় প্রভাব পড়তে পারে।
দ্বিতীয় টেস্ট ড্র হলে WTC তালিকায় কি হেরফের ঘটবে?
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপএকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা যেখানে প্রতিটি ম্যাচের ফলাফল দলের পয়েন্টের উপর প্রভাব ফেলে। যদি কানপুর টেস্টে বৃষ্টির কারণে কোনো দিন বা ওভার বাতিল হয়, তবে তা ফলাফল নির্ধারণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। WTC-এর নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ ড্র হলে উভয় দল সমানভাবে ৪-৪ পয়েন্ট ভাগ করে নেবে। ভারত এখন তালিকায় ৭১.৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এদিকে বাংলাদেশ ৩৯.২৯ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। এই টেস্ট ড্র হলে ভারতের পয়েন্ট হবে ৬৮.১৮। আর টেস্টটি জিতলে ভারত পেয়ে যাবে ৭৪.২৪ পয়েন্ট। অর্থাৎ, পয়েন্ট ভাগাভাগি হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের দৌড়ে ভারত ও বাংলাদেশ দু’দলই সমানভাবে প্রভাবিত হবে।
বৃষ্টি হলেও খেলা হবে কানপুর স্টেডিয়ামে
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের নিকাশী ব্যবস্থা অত্যন্ত উন্নত। বৃষ্টি থামার পর দ্রুত খেলা পুনরায় শুরু করতে সমস্যা হবেনা সেখানে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআই মাঠ প্রস্তুতির বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তবে যদি একটানা ভারী বৃষ্টি হয়, তাহলে ম্যাচ শুরু হতে বিলম্ব হতে পারে। সেই কারণে এই ম্যাচে উভয় দলই খেলার প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে পয়েন্ট আদায়ের চেষ্টা করবে।