এক মরসুমেই ৪৯ গোল! মোহনবাগানের জার্সি গায়ে ISL খেলতে চান রানাঘাটের তরুণ

Published on:

Ranaghat footballer Tanveer Dey wants to play for Mohun Bagan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঙালি স্ট্রাইকারের আকাল দশার মাঝে এক মরসুমে 49 গোল করে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির অন্যতম তুখড় স্ট্রাইকার তনবীর দে (Tanveer Dey)। এ সিজনে বেশ কিছু ম্যাচে জাতের খেলা দেখিয়েছেন তনবীর। এখনও বেশ কিছু ম্যাচ বাকি। আশা করা যাচ্ছে, আগামী ম্যাচ গুলিতেও জালে বল জড়িয়ে নিজের সাফল্যে পালক জুড়বেন বাংলার এই তরুণ প্রতিভা।

মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তনবীরের

রানাঘাটের দত্তফুলিয়া অঞ্চলের বাসিন্দা তনবীর। বাবা তাপস দে চন্ডিপুর বিধান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বলা চলে, সচ্ছল পরিবারে বেড়ে ওঠা বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির এই তরুণের। খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি AIFF-র অনূর্ধ্ব-17 এলিট ইউথ লিগের মূল পর্বে খেলছেন তিনি। সেই প্রতিযোগিতায় আজ পর্যন্ত 17 গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌঁড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তনবীর।

রানাঘাটের ছেলে তনবীর ছাড়াও আরও দুজন ফুটবলার 19 গোল করলেও আপাতত আর তাদের হাতে সুযোগ নেই। কারণটা অবশ্য, দুই ছেলের দুই দল চেন্নাইয়িন এফসি ও রমন স্পোর্টস অ্যাকাডেমির প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। কাজেই এই মুহূর্তে এগিয়ে থাকা গোলদাতাদের গোল সংখ্যা বাড়ার আর সুযোগ নেই। তবে তনবীরের দল এগিয়ে থাকায় তাঁর কাছে এখনও গোল সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে।

তনবীরের আগ্রাসী ফুটবল

চলতি মরসুমে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস লিগে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন রানাঘাটের এই বাঙালি স্ট্রাইকার। জানা যায়, সেই প্রতিযোগিতায় 12টি গোল করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছিলেন তনবীর। জানিয়ে রাখি, এলিট লিগের জোনাল রাউন্ডে 12টি গোল করার পাশাপাশি মূল পর্ব পৌঁছে আরও 5 গোল করেছিলেন তনবীর দে। এছাড়াও কলকাতা লিগের প্রথম ডিভিশনে বিএফএফের হয়ে আরও 6টি গোল রয়েছে তাঁর।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

একই সাথে, স্কুল ন্যাশনালে বাংলার হয়ে মোট 12টি গোল করেছিলেন দে বাড়ির যোগ্য ফুটবল প্রতিভা, অন্যদিকে ড্রিম ইলেভেন টুর্নামেন্টের দুটি ম্যাচে দাপট দেখিয়ে আরও 2টি গোল করেছিলেন তিনি। যাকে বলে একেবারে গোলের বন্যা। এগুলি ছাড়াও গত মরসুমে বিসি রায় ট্রফিতে বাংলার হয়ে 5টি গোল করে বসেন তনবীর।

অবশ্যই পড়ুন: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গায়ক পবনদীপ রাজন, অবস্থা সঙ্কটজনক!

মোহনবাগানের হয়ে খেলতে চান তনবীর

মাত্র 9 বছর বয়সে বর্ধমান সাইতে সুযোগ পাওয়া তনবীর ফুটবলের হাত ধরে ধীরে ক্রমশ তাঁর পরিচিতির পরিধি বাড়াচ্ছেন। জানা যায়, বর্ধমানের সাইতে 4 বছর থাকার পর শেষমেষ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে সুযোগ পেয়েছিলেন তনবীর। এই অ্যাকাডেমিতে থেকেই খেলার পাশাপাশি মাধ্যমিক পাশ করেছিলেন তিনি। রানাঘাটের ফুটবল প্রতিভা তনবীরের স্বপ্ন এখন ISL খেলা।

এখানেই শেষ নয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে রানাঘাটের ভূমিপুত্র তনবীর জানিয়েছিলেন, তাঁর প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও লিস্টন কোলাসো। তাঁর ইচ্ছে রয়েছে তাবড় তাবড় ফুটবলারদের মতোই বিভিন্ন দলে খেলার। তনবীর জানিয়েছেন, ভারতীয় দলে খেলার ইচ্ছা তাঁর ছোট থেকেই। তাছাড়াও ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে চান তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও ISL খেলার ইচ্ছে রয়েছে রানাঘাটের প্রধান শিক্ষকের ফুটবল প্রিয় সন্তানের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥