‘সিরিজ শেষেই সিদ্ধান্ত’! রোহিত, বিরাটের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য, ঝটকা খেতে পারেন ভক্তরা

Published on:

virat kohli rohit sharma

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স, ছন্নছাড়া মনোভাব নাকি ভাগ্য? রোহিত-বিরাটদের দুর্বল ফর্মের (Rohit Sharma, Virat Kohli’s Form) কারণ ঠিক কী, তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে নানা মহলে। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেড টেস্ট পেরিয়ে মেলবোর্নের মাটিতেও সফলতা ছুঁয়ে দেখতে পারেননি দুই ভারতীয় মহাতারকা। তাই এবার রোহিত-কোহলির অবসরেই সন্তুষ্ট সমর্থক মহল!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রোহিত শর্মা, বিরাট কোহলিদের অসামঞ্জস্য পারফরমেন্স এবার তাঁদের কেরিয়ারকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বারংবার কানে আসছে, বিরাট-রোহিতের কেরিয়ার শেষ করার গুঞ্জন। এবার সেই ভাবনায় মদদ দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও।

বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী শাস্ত্রী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শুরুর আগে থেকেই বিরাট-রোহিতদের পারফরমেন্সকে পাখির চোখ করে বসেছিলেন অনেকেই। দুই ভারতীয় তারকার ছন্দপতন অজিভূমিতেও দুর্ভাগ্য ডেকে এনেছে। এহেন আবহে কোহলি-রোহিত প্রসঙ্গে সমালোচনার ঝড় উঠলেও কিং কোহলিকে নিয়ে একেবারেই অসন্তুষ্ট নন ভারতের প্রাক্তন কিংবদন্তি তারকা তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। বিরাট প্রসঙ্গে তাঁর বক্তব্য, বিরাট আজ যেভাবে আউট হয়েছেন সেই দৃশ্য ভুলে যান। আমি মনে করি, কোহলি আরও কিছু বছর খেলবেন। কম করে 3 থেকে 4 বছর মাঠে থাকবেন ভারতীয় তারকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রোহিতের সময় হয়ে এসেছে!

বিরাট প্রসঙ্গে এখনই কড়া মন্তব্য না রাখলেও অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে চিন্তার ভাঁজ বেড়েছে রবির কপালে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যর্থতা বাড়িয়ে রবির মনে ঠাঁই হয়নি রোহিতের। অধিনায়ক প্রসঙ্গে ভারতের প্রাক্তন কোচ শাস্ত্রী বলেন, টপ অর্ডারে রোহিতের ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। অনেক সময় ফিল্ডিংয়ের ক্ষেত্রেও ফিটনেসের কারণে বল ধরতে অনেকটা সময় নিয়ে নিচ্ছেন ভারতীয় তারকা। এবার তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ শেষে তাঁকে অবসর প্রসঙ্গে সিদ্ধান্তে আসতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group