বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আগেই। গত আগস্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ভারতীয় কিংবদন্তি রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin)। তবে অবসরের সিদ্ধান্ত জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ভারতীয় তারকা লিখেছিলেন, প্রতিটি শেষেরই নতুন শুরু থাকে। IPL এ ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে। কিন্তু চারপাশের বিভিন্ন লিগে খেলার এক অনুসন্ধানকারী হিসেবে আমার সময় আজ থেকে শুরু হল। সেই কথা ধরে রেখেই এবার প্রথম হাইপ্রোফাইল ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারে যোগ দিতে চলেছেন আন্না।
আসন্ন বিগ ব্যাশ লিগে খেলবেন অশ্বিন?
ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, অশ্বিন নিজের ক্রিকেট জীবনকে নতুন মাত্রা দিতে সিডনি থান্ডারে যোগ দিতে চলেছেন। জানা গিয়েছে, এরই মধ্যেই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ওই দলটির সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে ভারতীয় তারকার। এখন অপেক্ষা, ফ্রাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষনার। অনেকেই মনে করছেন, সিডনি থান্ডারের সাথে চুক্তি পাকা হয়ে গেলেই আসন্ন বিগ ব্যাশ লিগে বল হাতে তাণ্ডব দেখাবেন অশ্বিন।
খোঁজ নিয়ে জানা গেল, ইতিমধ্যেই ILT20 এর নিলামেও অংশ নিয়েছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন। আশা করা যাচ্ছে, আগামী 4 জানুয়ারি নিলাম শেষ হওয়ার পরই 14 ডিসেম্বর থেকে 14 জানুয়ারি পর্যন্ত মরসুম শেষে সিডনি থান্ডারে যোগ দেবেন ভারতীয় দলের প্রাক্তন সৈনিক। এ প্রসঙ্গে অবশ্য তারকার কাছ থেকে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
অবশ্যই পড়ুন: ভারতকে চিন, রাশিয়ার সাথে একই ক্যাটাগরিতে রাখা যাবে না! বড় কথা বলে দিলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট
উল্লেখ্য, গত আগস্ট মাসের শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছাড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও স্বয়ং টড গ্রিনবার্গ চলতি মাসের শুরুতে অশ্বিনের বিগ ব্যাশ লিগে অংশগ্রহণের সম্ভাবনা খতিয়ে দেখতে ভারতীয় তারকার সাথে যোগাযোগ করেছিলেন। তবে ওয়াকিবহাল মহলের দাবি, BBL খেলবেন এমনটা ঠিক করে নিয়েই IPL ছেড়েছেন ভারতীয় দলের বহু যুদ্ধ জয়য়ের কারিগর।
না বললেই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড সক্রিয় ভারতীয় ক্রিকেটারদের জাতীয় দল বা IPL এর সঙ্গে জড়িত থাকাকালীন বিদেশি লিগে অংশগ্রহণ করতে দেয় না। তাই ভারতে নিজের ক্রিকেটের অধ্যায় শেষ করেই বিদেশ যাত্রা করতে চলেছেন আশ্বিন। বলা ভাল, অস্বিনই প্রথম হাই প্রোফাইল ভারতীয় ক্রিকেটার, যিনি BBL এর পাশাপাশি ILT20 লিগে অংশ নিতে চলেছেন।