বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুড়ো হাড়ের ভেলকি! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই জলবা দেখিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট চালিয়ে একটি দুরন্ত সেঞ্চুরি গড়েন জাড্ডু। সেই সাথে গড়ে ফেলেন এক বিরল রেকর্ড। না বললেই নয়, জাদেজার হাত ধরে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে তৈরি হওয়া রেকর্ড 93 বছরের ভারতীয় টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটল (Ravindra Jadeja Sets Record)।
কী এমন করলেন জাদেজা?
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের হয়ে ব্যাটে ঝোড়ো হাওয়া তোলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এদিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠবারের মতো টেস্ট সেঞ্চুরি করেন তিনি। চলতি টেস্টের দ্বিতীয় দিনে জাদেজার ব্যাট থেকে 176 বলে 6টি চার এবং 5টি ছয় সহযোগে 104 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছে ভারতীয় দল। আর সেই সূত্রে ইতিহাস গড়ে ফেলেছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক।
ঠিক কী করেছেন জাদেজা? বলে রাখি, ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি গড়ার আগে এক ইনিংসে 5টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় তারকা। বলা বাহুল্য, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ভেরিকেনের ওভারেই 5টি ছয় মেরেছিলেন রবীন্দ্র। আর তাতেই 93 বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিরল কীর্তি গড়ে ফেলেছেন তিনি। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে নিজের ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
2006 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জনসে অনুষ্ঠিত ম্যাচে বাহাতি স্পিনার ডেভ মহম্মদকে 6টি ছক্কা দেখিয়েছিলেন তিনি। যা ছিল ভারতীয় টেস্ট ইতিহাসে প্রথম। তবে সেই রেকর্ড ভাঙতে না পারলেও একার ইনিংসে 5টি ছয় মেরে দ্বিতীয়বারের মতো বিরল ঘটনার সাক্ষী থাকলেন রবীন্দ্র। যদিও নট আউট থাকার সুবাদে প্রথম টেস্টের তৃতীয় দিনে ধোনির রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তাঁর।
অবশ্যই পড়ুন: তিলক বর্মা, রিয়ান পরাগের হাড়ভাঙা পরিশ্রমের পরও অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত
উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলছে ভারত। টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে 162 রানে আউট করে ভারতীয় দল। পরবর্তীতে 128 ওভারে 5 উইকেট হারিয়ে 448 রান করে ভারত। যার জেরে 286 রানের বড় লিড পেয়ে যায় শুভমন গিলের দল। তৃতীয় দিনের ম্যাচ শুরু হতেই ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 92 রানে 6 উইকেট হারিয়েছিল ক্যারিবিয়ানরা।