মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’-এর জন্য অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের (Cameron Green) অস্ত্রোপচার করা হবে। যার ফলে আপাতত তিনি মাঠের বাইরে। ভারতের (India vs Australia BGT) বিপক্ষে পাঁচ টেস্টের হোম সিরিজ থেকে ছিটকেও গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আইএপিল (IPL) দল রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর (RCB) পক্ষ থেকেও এই খবর দেওয়া হয়েছে।
চোট পিঠের নিচের অংশে
সোমবার অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের মুখপাত্র এ তথ্য প্রকাশ্যে এনেছিলেন। “রিকভারির সময় প্রায় ছয় মাস বলে অনুমান করা হচ্ছে,” মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন। অলরাউন্ডার হিসেবে ক্যামেরনের দীর্ঘমেয়াদি ভবিষ্যতের কথা মাথায় রেখেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ চলাকালীন গ্রিনের পিঠের নীচের অংশের স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছিল। এরপর থেকেই বর্ডার গাভাস্কার ট্রফির জন্য অনিশ্চিত হয়ে পড়েছিলেন তিনি।
চোট বেশ গুরুতর
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রোপচার করা উচিৎ কিনা তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচমা করছেন গ্রিন। বিকল্প ছিল অস্ত্রোপচার ছাড়াই তাঁকে সুস্থ করে তোলা এবং গ্রিনকে কেবল ভারত সিরিজে ব্যাটসম্যান হিসাবে খেলতে দেওয়া। তবে যতটা ভাবা হয়েছিল গ্রিনের শারীরিক অবস্থা তার তুলনায় গুরুতর। তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Cameron Green has been ruled out of the Australian summer due to a back injury. ❤️🩹
Tough luck, Cam. We know you’re a fighter and we hope come back stronger. 🙌#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/2kKxRdS4bI
— Royal Challengers Bengaluru (@RCBTweets) October 14, 2024
গ্রিনের অনুপস্থিতির অর্থ অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসবে। কারণ ২৫ বছর বয়সী গ্রিন তাঁর শেষ চারটি টেস্টে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।