১৭,০০০ কোটিতে বিক্রি হতে চলল বিরাটদের RCB! নতুন মালিক কে?

Published:

RCB Sale Royal Challengers Bengaluru team will buy in 17000 thousand crore
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরেই ছড়াচ্ছিল গুঞ্জন। শোনা গিয়েছিল, এবার হয়তো বিক্রি হয়ে যাবে বিরাট কোহলির স্বপ্নের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB Sale)। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিয়ে RCB র মালিক ব্রিটিশ সংস্থা ডিয়াজিও। সংস্থাটির তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী বছরের 31 মার্চের মধ্যেই বিক্রি হয়ে যাবে দল। এক কথায় নতুন মালিক পেয়ে যাবে RCB। সেই লক্ষ্যেই শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়া। কিন্তু কারা কিনবে কোহলিদের দল?

কাদের হাতে উঠবে RCB র দায়িত্ব?

ফার্স্ট পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জে পাঠানো একটি বিবৃতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বর্তমান মালিক সংস্থাটি জানিয়েছে, ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের অধীনস্থ সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের দল RCB র পরবর্তী বিনিয়োগ নিয়ে ইতিমধ্যেই স্ট্যাটেজিক রিভিউ শুরু করে দিয়েছে। আপাতত রিপোর্ট যা বলছে তাতে, আমেরিকার বিখ্যাত গ্লেজার পরিবারের সঙ্গে কোহলিদের দলের বর্তমান মালিক সংস্থা ইউনাইটেড স্পিরিটসের ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে। জানা যায়, বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার RCB দলটি কিনতে আগ্রহ প্রকাশ করেছে।

এও শোনা যাচ্ছে, আমেরিকার এই পরিবার ছাড়াও কোহলিদের পুরুষ এবং মহিলা উভয় দল কেনার জন্য ইতিমধ্যেই নাকি আগ্রহ দেখিয়েছে কোটাক এবং মাহিন্দ্রা গ্রুপ। এছাড়াও ওই একই তালিকায় রয়েছে কেপ্রি গ্লোবাল নামক একটি প্রাইভেট ইকুইটি ফার্মও। এছাড়াও বেশ কয়েকটি বিদেশী সংস্থার নামও RCB র সম্ভাব্য ক্রেতাদের তালিকায় উঠে এসেছে। তাছাড়াও করোনা কালে কোভিশিল্ড ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউটের সিইও অদর পুনাওয়ালাও নাকি এই দলটি কেনার জন্য এগিয়ে এসেছিলেন।

অবশ্যই পড়ুন: চূড়ান্ত হয়ে গেল সুপার কাপ সেমির দিনক্ষণ, কবে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল?

কেন RCB দলটিকে বিক্রি করতে চাইছে ইউনাইটেড স্পিরিটস?

রিপোর্ট অনুযায়ী, 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করার পর থেকেই জনপ্রিয় দল হিসেবে পরিচিত বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে দীর্ঘ 18 বছর পেরিয়ে গত মরসুমে প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পাওয়ার পরেই হঠাৎ গুঞ্জন ছড়ায় নাকি বিক্রি হয়ে যাচ্ছে RCB। সেই গুঞ্জনই এখন সত্যি হওয়ার পথে। কিন্তু কেন এত জনপ্রিয় এবং মূল্যবান কৌশলগত সম্পদ ছেড়ে দিচ্ছে বর্তমান মালিক সংস্থা? ইউনাইটেড স্পোর্টসের তরফে জানানো হয়, সংস্থার লাভের মাত্র 8.3 শতাংশ আসে RCB র পুরুষ এবং মহিলা ক্রিকেট দল থেকে। এক কথায়, এই দলটি এখন আর সংস্থার কাছে অপরিহার্য নয়। ফলে জনপ্রিয়তার শিখরে থাকলেও বিরাট কোহলিদের এই দলটি বিক্রি করে দিতে চাছে সংস্থা। এর জন্য অবশ্য দাম রাখা হয়েছে 200 মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা 17 হাজার কোটি টাকা। এখন দেখার এই বিপুল অর্থ খরচ করে কোন সংস্থা IPL দলটিকে কেন!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join