বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিক্রি হয়ে যেতে পারে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ 18 বছরের অপেক্ষা কাটিয়ে 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমে প্রথমবার ট্রফি জেতা দলটিকে নাকি বিক্রি করে দিতে চাইছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। এদিকে কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে করোনার টিকা প্রস্তুতকারক সংস্থাটির সিইও। শুধু তাই নয়, সম্প্রতি RCB-র বিক্রি (RCB Sale Update) হওয়া নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদিও।
কেন হঠাৎ RCB দলটি বিক্রি করে দিতে চাইছে USL?
CNBC TV 18 এর রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনের পানীয় প্রস্তুতকারী সংস্থা ডিয়াজিও এর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেড রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট বলছে, 2 বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 17,762 কোটি টাকা বাজার মূল্যের দলটিকে বিক্রি করে দেওয়ার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে।
জানা যায়, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে ট্রফি জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় মিছিলে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যুর পর, সেই দায় নিতে হয়েছিল বেঙ্গালুরু কর্তৃপক্ষকে। যার জেরে, ক্ষতিপূরণে অনেক টাকা বেরিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, ক্ষতিপূরণ বাবদ বিপুল অর্থ খরচ হয়ে যাওয়ার পর বর্তমানে আর এই দল ধরে রাখতে চাইছে না ইউনাইটেড স্পিরিটস লিমিটেড। এ প্রসঙ্গে, ডিয়াজিও এর সিইও সোমেশ্বর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যবসায়িক দিক থেকে লাভ দিলেও দলের দায়িত্ব ধরে রাখাটা আমাদের জন্য চাপের।
ওয়াকিবহালমহল মনে করছেন, USL এর কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর অপরিহার্য নয়। এদিকে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর RCB দলটির বাজার মূল্য অনেকটাই বেড়েছে। ফলে, লোহা গরম থাকতে থাকতেই আঘাত করতে চাইছে সংস্থাটি। মনে করা হচ্ছে, একাধিক সমস্যার কথা মাথায় রেখে যত দ্রুত সম্ভব দলটিকে বিক্রি করে দেবে USL।
RCB দল কিনতে আগ্রহ দেখিয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও
রিপোর্ট বলছে, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটিকে কিনতে আগ্রহ প্রকাশ করেছেন করোনার টিকা প্রস্তুতকারী সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, করোনাকালে কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাটির কর্তা পুনাওয়ালা নাকি বর্তমানে বেঙ্গালুরু দলটিকে কেনার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। এদিকে খোঁজ নিয়ে জানা গেল, 2024 সালের হিসেবে, পুনাওয়ালার সম্পত্তির পরিমাণ 13 লক্ষ 60 হাজার কোটি টাকারও বেশি।
অবশ্যই পড়ুন: স্বাধীন ভারতে প্রথম! RSS এর শতবর্ষে ১০০ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
RCB নিয়ে ভবিষ্যদ্বাণী ললিতের
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটির বিক্রি হওয়ার সম্ভাবনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির ইনস্টাগ্রাম পোস্ট। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ললিত লিখেছেন, ‘শীঘ্রই বিক্রি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এতদিন দলটিকে কেনার জন্য নানান প্রস্তাব এলেও সেগুলি ফিরিয়ে দিয়েছিলেন সংস্থাটির মালিকেরা। কিন্তু এবার আর তেমনটা হবে না! মনে করা হচ্ছে মালিকরা শেষমেষ ফ্রাঞ্চাইজিটিকে ব্যালেন্স সিট থেকে সরিয়ে বিক্রি সিদ্ধান্তে পৌঁছেছেন।’
ললিত মোদির কথায়, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে একটা বড় অংশের সমর্থকের শক্তি রয়েছে। এই দলের ম্যানেজমেন্টও যথেষ্ট শক্তিশালী। আর সে কারণেই দলটিকে কেনার জন্য বহু সংস্থা এগিয়ে আসবে। তাঁর দাবি, আমি নিশ্চিত যে বিগ গ্লোবাল ফান্ড বা সোভেরিন ফান্ডগুলি দলটিকে কেনার জন্য ঝাঁপিয়ে পড়বে।’
View this post on Instagram