IPL শেষ হতেই RCB-র স্টার ক্রিকেটারকে কিনে নিল প্রীতি জিনটার দল

Published:

RCB star cricketer who have been picked by Preity Zinta's team
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ তপস্যার পর সম্প্রতি প্রথমবারের জন্য IPL ট্রফি জিতেছে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে ফাইনালের মঞ্চে পরিশ্রমী শ্রেয়স আইয়ারের দল পাঞ্জাব কিংসকে অসন্তুষ্টি নিয়েই নতুন করে স্বপ্ন দেখতে হচ্ছে। এমতাবস্থায় IPL শেষ হতেই RCB-র তারকা ক্রিকেটারকে (RCB Star Cricketer) কিনে নিল প্রীতি জিনটার দল। হ্যাঁ, চ্যাম্পিয়ন দলের প্রধান অস্ত্রকে টেনে নিয়েছে কিংস ফ্রাঞ্চাইজি।

কাকে দলে নিল পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজি?

ইন্ডিয়ান প্রিমিয়ারে লিগের অষ্টাদশ সংস্করণের নিলাম পর্ব থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিডকে 3 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই মতোই গত মরসুমে একেবারে জান প্রাণ দিয়ে লড়াই করেছিলেন তিনি। পরবর্তীতে IPL চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে বেঙ্গালুরুর।

এমতাবস্থায়, চ্যাম্পিয়ন টিমের তারকা ক্রিকেটার ডেভিডকে কিনে নিল প্রীতি জিনটার দল। হ্যাঁ, খোঁজ নিয়ে জানা গেল, মঙ্গলবার CPL 2025 অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় দল সেন্ট লুসিয়া কিংসে যোগ দিয়েছেন বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার ডেভিড। তবে বর্তমানে ড্রাফটে রাখা হয়েছে অজি তারকাকে।

দুই দলেরই মালকিন প্রীতি জিনটা?

বলে রাখি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল তথা গত সিজনের রানার্স আপ পাঞ্জাব কিংসের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল সেন্ট লুসিয়া কিংসের সহ মালকিন বলিউড কুইন প্রীতি জিনটা। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলেনা হলেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দলে IPL জয়ী স্টার ক্রিকেটারকে কিনে দিলেন বলিউড তারকা।

অবশ্যই পড়ুন: ভারত বনাম ইংল্যান্ড সিরিজে অভিশাপ বৃষ্টি! আদৌ গড়াবে আজকের ম্যাচ? ওয়েদার রিপোর্ট

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 12 ম্যাচে অংশ নিয়ে মোট 187 রান করেছিলেন টিম ডেভিড। অনেকেই মনে করছেন, রেড আর্মির হয়ে IPL-এ দাপুটে পারফরমেন্স দেখানোর কারণেই ডেভিডকে দলে নিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join