বিক্রম ব্যানার্জী, কলকাতা: মঙ্গলবার একনা স্টেডিয়ামে গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঋষভ পন্থদের হাড় ভাঙ্গা খাটুনির পরও জয় পেয়েছে কোহলির দল RCB। এদিন লখনউয়ের 228 রান তাড়া করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া করার রেকর্ড গড়ার পাশাপাশি দীর্ঘ 9 বছরের অপেক্ষা কাটিয়ে কোয়ালিফায়ার ওয়ানে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, কোয়ালিফায়ারে টিকিট নিশ্চিত মানেই নাকি ফাইনালেও জায়গা হবে বিরাট কোহলিদের। কীভাবে? দেখুন বিশেষ পরিসংখ্যান।
দীর্ঘ 9 বছর পর কোয়ালিফায়ার ম্যাচে RCB
গতকাল, প্রতিপক্ষ লখনউকে ছাতু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ার ওয়ান রাউন্ডে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু। তবে এই সাফল্য পেতে অন্তত 9 বছর অপেক্ষা করতে হয়েছে রেড আর্মিকে। বলা বাহুল্য, মঙ্গলবারের আগে শেষবারের মতো 2011 ও 2016 সালে শীর্ষ 2 অবস্থান ধরে রেখে লিগ পর্বে প্রবেশ করেছিল বেঙ্গালুরু। তবে সেই দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে অবশেষে IPL 2025 মরসুমে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে চলেছে কোহলি, রজত পাতিদারদের দল।
অবশ্যই পড়ুন: উত্তর-পূর্বে যাত্রা আরও সহজ! রেলপথে জুড়ল আইজল, প্রকাশ্যে এল উদ্বোধনের দিনক্ষণ
RCB-র IPL ফাইনাল নিশ্চিত!
বেশ কয়েকটি রিপোর্ট বলছে, পাঞ্জাবের বিরুদ্ধে বৃহস্পতিবারের কোয়ালিফায়ার ম্যাচে জয় হবে বেঙ্গালুরুর। কিন্তু কীভাবে? আসলে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পুরনো পরিসংখ্যান বলছে কোয়ালিফায়ার ম্যাচে জায়গা হওয়া মানেই ফাইনাল নিশ্চিত করবে RCB! পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, 2011 ও 2016 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনে দ্বিতীয় স্থান থেকে লিগ পর্বে প্রবেশ করেছিল RCB।
সে দু’বছর প্রথম কোয়ালিফায়ারে অংশ নিয়ে জয় পেয়েছিল বেঙ্গালুরু। আসলে, কোয়ালিফায়ার ওয়ানে RCB-র জয়ের রেকর্ড থাকায়, অনেকেই মনে করছেন, আগামীকাল পাঞ্জাবের বিরুদ্ধে মল্লানপুরের মাঠে জয় ছিনিয়ে নেবেন কোহলিরাই। তাছাড়াও, প্রতিবছর যে দুর্বল বোলিংয়ের জন্য ডুবতে হয় ব্যাঙ্গালুরুকে, এ যাত্রায় প্রতিপক্ষের ভয়ের কারণ হয়ে গিয়েছে বেঙ্গালুরুর সেই বোলিং আক্রমণ। তাছাড়াও বিরাট কোহলি, জিতের শর্মাদের ঝোড়ো ব্যাটিং তো রয়েছেই।