ব্যর্থতা নাকি অন্য কিছু! কেন KKR ছাড়লেন চন্দ্রকান্ত পন্ডিত?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। 2024 IPL সিজনের জয়ী দলের পারফরমেন্স দেখে বোঝাই যাচ্ছিল না তারা 3 বারের চ্যাম্পিয়ন। সব মিলিয়ে, নবীন অধিনায়ক অজিঙ্কা রাহানে থেকে শুরু করে প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত সহ খেলোয়াড়দের ব্যর্থতাকে সামনে রেখে শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে যাত্রা শেষ করে KKR।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে IPL 2025 মরসুম শেষ হলেও, কলকাতার ব্যর্থতার কারণ নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। আর যতবারই নাইটদের ব্যর্থতা নিয়ে কথা উঠেছে ততবারই কাঠগড়ায় তোলা হয়েছে, প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে।

দাবি উঠেছে, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার। শেষ পর্যন্ত সেটাই হল। কলকাতা নাইট রাইডার্স ছাড়লেন চন্দ্রকান্ত। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সে খবর নিশ্চিত করেছে KKR। কিন্তু ঠিক কী কারণে KKR শিবির ছাড়লেন চন্দু স্যার? জানা গেল বড় কারণ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Kkr

কেন KKR ছাড়লেন চন্দ্রকান্ত পন্ডিত?

কলকাতা নাইট রাইডার্সের তরফে সোশ্যাল মিডিয়ায় চন্দ্রকান্তের বিদায়ের কথা ঘোষণা করা হয়েছে। সেই সাথে, প্রাক্তন হেড স্যারের চলে যাওয়ার কারণ প্রসঙ্গে নাইট ম্যানেজমেন্ট জানিয়েছে, মূলত নতুন সুযোগের জন্যই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে যাচ্ছেন তিনি।

এক কথায়, KKR-র বক্তব্য, নতুন সুযোগের খোঁজে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে অন্য ঠিকানায় যাচ্ছেন প্রাক্তন প্রধান কোচ চন্দ্রকান্ত। আর তিনি নাইট ব্রিগেডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন না।

এরপরই চন্দ্রকান্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করা পোস্টটিতে লেখা হয়, তাঁর অবদানের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। দলকে শক্তিশালী করে তুলেছিলেন তিনি। 2024 IPL জয়ের প্রসঙ্গ উল্লেখ করে নাইট রাইডার্স জানায়, চন্দ্রকান্তের শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব দানের গুণ আমাদের চিরকাল মনে থাকবে। ভবিষ্যতের জন্য ওনাকে শুভেচ্ছা জানাই।

নাইট ম্যানেজমেন্টের তরফে চন্দ্রকান্তের চলে যাওয়ার কারণ হিসেবে নতুন সুযোগের বিষয়টি উল্লেখ করা হলেও, অনেকেই মনে করছেন গত মরসুমের ব্যর্থতাকে সামনে রেখেই তাঁকে বিদায় দিল শাহরুখ খানের দল।

অবশ্যই পড়ুন: ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল ‘জয়’, ইতিহাস লিখলেন মেদিনীপুরের আফরিন জাবি

উল্লেখ্য, শুধু চন্দ্রকান্ত পন্ডিতই নন, গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থতার পর নতুন সিজন শুরুর বহু আগেই KKR ব্রিগেড ছাড়ছেন নাইটদের বোলিং কোচ ভরত অরুণও। তাঁর আগামী ঠিকানা খুব সম্ভবত লখনউ সুপার জায়ান্টস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group