পাঁচ মাসে মোহভঙ্গ! পাকিস্তান দলের কোচিং ছাড়ছেন গ্যারি কির্স্টান, ক্রিকবাজের রিপোর্টে চাপে PCB

Published on:

gary kirsten

কলকাতাঃ মাত্র পাঁচ মাসেই মোহভঙ্গ। পাকিস্তান দলের কোচের পদ থেকে ছুটি নিতে চলেছেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। সম্প্রতি ক্রিকবাজের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এই বিষয়ে এখনও অবধি কিছুই জানানো হয়নি। তবে যা রটে, তা ঘটেও বটে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অধিনায়কত্ব খোয়ালেন বাবর আজম

গতকাল রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের জন্য নতুন অধিনায়কের ঘোষণা করেছে। বাবর আজমকে সরিয়ে এখন পাকিস্তানের ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষ ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। ছাড়াও PCB-র তরফে অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়েতে আগামী সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে।

ভারতের সঙ্গে নভেম্বরে বর্ডার-গাভাস্কার ট্রফির ৫টি টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তার আগে পাকিস্তানের সঙ্গে রয়েছে তাঁদের ওয়ানডে সিরিজ। PCB জানিয়েছে যে, মেলবোর্নে সোমবার কোচ গ্যারি কার্স্টেন পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু ক্রিকবাজের রিপোর্ট যদি সঠিক হয়, তাহলে আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগেই গ্যারি পাকিস্তান দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গ্যারি কিস্টার্নের আমলে ভারতীয় ক্রিকেটের উত্থান

উল্লেখ্য, গ্যারি কিস্টার্নের আমলে ভারতীয় ক্রিকেটের ব্যাপক উন্নতি ঘটে। ২০১১ সালে ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জয় করে টিম ইন্ডিয়া। সেই সময় কোচ গ্যারির অনেক সুনামও হয়েছিল। অনেকেই চেয়েছিলেন যে, গ্যারি কির্স্টান আগামী আরও একটি মেয়াদ ভারতীয় দলের সঙ্গে থাকুক। কিন্তু কার আশা পূর্ণ হয়নি। এবার গ্যারিকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দলেরও উন্নতি চেয়েছিল PCB। কিন্তু সেই স্বপ্নও ভঙ্গ হওয়ার পথে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group