সম্পর্কে চিড়! এবার বিচ্ছেদ বিরাটের? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তোলপাড় ভারতীয় ক্রিকেট

Published on:

Virat Kohli and Jay Shah unfollowed each other on Instagram

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটে বিচ্ছেদ এখন নিয়মিত। ধনশ্রী বর্মা ও যুজবেন্দ্র চাহালের বিচ্ছেদ জল্পনার মাঝেই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন বিচ্ছেদ গুঞ্জন। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিজের ক্রিকেট কেরিয়ারে শক্তসমর্থ্য রেকর্ড জুড়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলি।

এবার তাঁকে নিয়েই উঠে এলো বিচ্ছেদের খবর। তবে এই বিচ্ছেদে স্ত্রী অনুষ্কা শর্মার কোনও যোগ নেই। তাহলে কি নতুন কেউ? সম্প্রতি সমাজ মাধ্যম তোলপাড় যে বিষয়টি নিয়ে তা হলো বিরাট কোহলি ও আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর পারস্পরিক দ্বন্দ্ব! প্রকাশ্যে আসা বেশ কিছু সূত্র বলছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরকে আনফলো করেছেন দুজনেই। নেপথ্যে কী ব্যক্তিগত কারণ?

বিরাট কোহলির ফলোয়িং লিস্ট থেকে উধাও জয় শাহর নাম!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাম্প্রতিক কিছু পোস্ট মারফত খবর, ভারতীয় তারকা বিরাট কোহলিকে ইনস্টাগ্রামে ফলো করতেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। বর্তমানে তাঁর নিজস্ব পরিচয় সর্বজনবিদিত। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে নিয়োজিত হয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, এবার আইসিসি কর্তাকেই নাকি নিজের ফলোয়িং লিস্ট থেকে ছাটাই করেছেন বিরাট! সূত্র বলছে, শুধুই বিরাট নন, কোনও এক অজানা কারণে জয় শাহও কোহলিকে আনফলো করে দিয়েছেন। আর এই ঘটনা সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই হই হই পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি দুজনের ব্যক্তিগত বিষয়গুলি আলগা হয়ে গেল?

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

 

নেপথ্যে কোন কারণ খুঁজলেন নেটিজেনরা?

সোশ্যাল মিডিয়ায় দাবানলের গতিতে ভাইরাল হওয়া বিরাট ও জয় শাহের বিচ্ছেদের খবরে এক প্রকার গা ভাসিয়েছেন নেট নাগরিকরাও। ক্রিকেট জগতের দুই ভারতীয় নক্ষত্রের পারস্পারিক দ্বন্দ্বের প্রসঙ্গ তুলে আনছেন অনেকেই। নেট নাগরিকদের কেউ কেউ বলছেন, বিরাট ও জয় শাহ একে অপরকে আনফলো করেছেন হয়তো ব্যক্তিগত রেষারেষির কারণেই!

অবশ্যই পড়ুন: নতুন অস্ত্রে বধ হায়দরাবাদ! কোন অঙ্কে প্লে অফে জায়গা করবে ইস্টবেঙ্গল? দেখুন সমীকরণ

কেউ আবার জানাচ্ছেন, কোহলিকে আনফলো করার পিছনে কোনও যুক্তি দিতে পারবেন না তিনি! হয়তো ব্যক্তিগত কারণেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন তাঁরা! সব মিলিয়ে, কোহলি ও জয়ের বিচ্ছেদ নিয়ে নেট নাগরিকরা নানান কারণ খুঁজলেও আদতে এ প্রসঙ্গে মুখ খোলেননি, বিরাট অথবা জয় কেউ।

(খবরটি শুধুমাত্র সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি! India Hood এই খবরের সত্যতা যাচাই করেনি।)

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥