গর্বে বুক ফুলে যাচ্ছে বাবার, রিচা বাড়িতে এলে কী হবে? জানালেন মানবেন্দ্র ঘোষ

Published:

richa ghosh father
Follow

প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: গর্বের ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেটারেরা। পুরুষদের পর মেয়েরাও এবার বিশ্বকাপ জিতিয়ে প্রমাণ করে দিল “হাম কিসি সে কম নেহি…” আর এই গর্বের মুহূর্ত যেন বাঙালির কাছে অনেকটা বেশি স্মরণীয়। কারণ প্রথমবার কোনও বাঙালি ক্রিকেটার ক্রিকেট বিশ্বকাপ হাতে ছুঁয়ে দেখল। হ্যাঁ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh) হাত ধরে সেই স্বপ্ন পূরণ করল গোটা বাঙালি জাতি। এদিকে মেয়ের এই গর্বের মুহূর্তের সাক্ষী হয়ে আনন্দ এবং কান্নায় বেশ আপ্লুত গোটা পরিবার। উৎসবের মেজাজে মেয়েকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি চলছে পরিবারে।

গর্বের আনন্দে আপ্লুত গোটা বাঙালি

গতকাল অর্থাৎ রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন ভারতীয় মহিলা বাহিনী। সেই বিশ্বকাপ ফাইনালে রিচা ঘোষের ৩৪ রান এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। গত কয়েক বছর ধরেই ভারতীয় দলের উইকেট রক্ষা করে এসেছেন। তবে এই বিশ্বকাপের মঞ্চে তিনি যেন আরও ভয়ঙ্কর রূপ নিলেন। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে সকলকে তাজ্জব করে দেন তিনি। এত বড় মঞ্চে যেখানে গোটা দেশ তাকিয়ে ছিল তাঁদের দিকে, সেখানে দাঁড়িয়ে রিচা নিজের সেরাটা পুরোপুরি দিয়েছিলেন। ম্যাচের পর রিচা স্পষ্ট জানান, জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে। বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে অবশেষে। আর এই আনন্দে এবার গা ভাসালেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ।

কী বলছেন রিচার বাবা?

আজতক বাংলায় সাক্ষাৎকার দেওয়ার সময় রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, “ এই বিশ্বকাপ জয়ের যে আনন্দ তা ভাষায় বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তাই জন্য সমস্যা হয়। আমরা অ্যাকশনে যেটা পারি সেটা মুখে বলা খুব মুশকিল। এই ধরনের সাফল্য আরও মধুর হয়ে যায় মা-বাবার কাছে, যদি তাঁদের সন্তানরা একটা বড় ভূমিকা পালন করে। গোটা দলটাই ভাল খেলেছে। কিন্তু তার মধ্যে যদি আমাদের সন্তানরা একটু ভালো রোল প্লে করে তখন কিন্তু স্যাটিসফ্যাকশনটা আরও বেশি হয়।” মেয়ে বাড়ি ফিরল কেমন উৎসবের আসর বসবে তা জানতে চাওয়ায় তিনি জানান, “শিলিগুড়ি ফিরলে গ্র্যান্ড সেলিব্রেশন হয়ত হবে। কিন্তু ঠিক কী কী হবে? কীভাবে তা হবে সেটা এখনও ঠিক করার মতো সময় পায়নি।”

রিচা ঘোষ বাড়িতে ফিরলে কী রান্না করে খাওয়াবেন? সেই ব্যাপারেও জানতে চান সাংবাদিকরা। জবাবে মানবেন্দ্র ঘোষ জানালেন, ‘এটা একেবারেই ওর মা ভাল বলতে পারবে। ওকে তো সবসমই খুব নিয়মের মধ্যে থাকতে হয়, ফলে খুব বেশি ইচ্ছে থাকলেও করা যাবে কিনা জানি না। তবে বিশ্বকাপ জিতেছে। দুই একদিন একটু অনিয়ম চলতেই পারে। সে জন্যই ফ্রায়েড রাইস হবে। বাকিটা আসলে এখনও ঠিক করে উঠতে পারিনি।’

আরও পড়ুন: বীরভূমে গণধর্ষণ আদিবাসী প্রৌঢ়াকে! তুলকালাম সিউড়িতে, তরজায় বিজেপি-পুলিশ

শুভেচ্ছা বার্তা রোহিত বিরাটের

ভারতীয় মহিলাদের এই বিশ্বকাপ জয়ের আনন্দ চোখের সামনে উপভোগ করতে গতকাল, দর্শকাসনে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। আইসিসি চেয়ারম্যান জয় শাহের পাশে বসে তিনিও গোটা মুহূর্তের আবেগ সামলাতে পারেননি। চোখের কোণায় ভেসে উঠেছিল জয়ের কান্না। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানিয়েছিলেন বিরাট কোহলিও। তিনি লিখেছেন, ভারতীয় মহিলা ক্রিকেটাররা এক নয়া ইতিহাস রচনা করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের পরিশ্রম অবশেষে সাফল্যের মুখ দেখতে পেয়েছে। আর এটা দেখেই আমি অত্যন্ত গর্বিত। এই ঐতিহাসিক সাফল্য অর্জনের জন্য হরমন এবং গোটা দলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join