কৌশিক দত্ত, কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলে খ্যাতি অর্জন। মিলেছে ভারতীয় দলেও সুযোগ। এবার বিজয় হাজারে ট্রফিতে নিজের রাজ্য উত্তরপ্রদেশের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং। তাহলে আগামী IPL মরশুমে তাঁর হাতেই কী KKR-র ব্যাটন তুলে দেবে নাইট ম্যানেজমেন্ট? এবার সেই নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং।
শ্রেয়স আইয়ার চলে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। ইতিমধ্যে অজিঙ্কা রাহানের নাম অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে রাহানেও সম্পূর্ণ চূড়ান্ত নন। এরই মধ্যে নাইটদের পুরনো ঘোড়া রিঙ্কু সিংয়েরও নাম নিচ্ছেন অনেকে, তাঁকেই অধিনায়ক করার দাবি উঠছে।
কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং
তবে রিঙ্কু সিং এসব নিয়ে ভাবছেন না। KKR-র তরুণ প্লেয়ার জানিয়েছেন যে, ‘আমি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব নিয়ে বেশি কিছু ভাবছি না। আমার এখন গোটা ফোকাস বিজয় হাজারে ট্রফি ও উত্তরপ্রদেশ দলে। আমি এই ট্রফি জিততে চাই। শেষবার ২০১৫-১৬ সালে এই ট্রফি জিতেছিলাম আমরা।’
কিন্তু রিঙ্কু সিংহ মুখে যাই বলুক না কেন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে নিয়ে সাসপেন্স এখনই কম হচ্ছে না। অজিঙ্কা রাহানের নাম যতই সামনে আসুক, তিনি এখনও চূড়ান্ত নন। এদিকে বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কু সিং যদি অধিনায়ক হিসেবে কামাল দেখিয়ে দিতে পারেন, তাহলে তাঁকে আগামী দিনে KKR-র অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পাওয়ার জন্যও রিঙ্কুর কাছে বিজয় হাজারে ট্রফি খুবই গুরুত্বপূর্ণ।