কৌশিক দত্ত, কলকাতাঃ কলকাতা নাইট রাইডার্সের তরুণ প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh) এখন বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। তবে বর্তমানে তিনি ফর্মে নেই। ব্যাটে আসছে ঠিকঠাক রান। আর এই নিয়ে IPL-র আগে চিন্তায় রয়েছে KKR শিবির। তবে ব্যাটে কামাল না দেখাতে পারলেও, বল হাতে জাদু দেখালেন রিঙ্কু সিং। বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচে বল হাতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটারকে।
বল হাতে চমক দেখাচ্ছেন রিঙ্কু সিং
উত্তর প্রদেশ বনাম চণ্ডীগড় ম্যাচে বল করেন খোদ অধিনায়ক রিঙ্কু সিং। তিনি ৪.৪ ওভারই বল করেছেন। আর এই ২৮ বলে তিনি ৪৪ রান দিয়েছেন। পাশাপাশি ২ উইকেটও নিয়েছেন তিনি। তিনি বল হাতে একে কৌশিক ও জগজিৎ সিং সন্ধুকে আউট করেন।
IPL-র আগে বল হাতে পারফরমেন্স রিঙ্কু সিংয়ের জন্যও শুভ সংকেত বয়ে আনতে পারে। এমনকি কলকাতা নাইট রাইডার্সও রিঙ্কু সিংয়ের নয়া ভূমিকার লাভ ওঠাতে পারে। রিঙ্কু সিং বোলিংয়ে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন, তাহলে আগামী দিনে তাঁকে ব্যাটার অলরাউন্ডার হিসেবেও টিম ইন্ডিয়ার দেখা যেতে পারে। বলা ভাল, রবীন্দ্র জাদেজার বিকল্প হয়ে উঠবেন তিনি। তবে ফিনিশার হিসেবে তাঁর ভালোই নামডাক রয়েছে।
বলে দিই, কিছু দিন আগে রিঙ্কু সিং নিজের বোলিং নিয়ে বলেছিলেন, ‘আমি উত্তর প্রদেশ টি২০ লিগে বোলিং শুরু করেছিলাম, এখন বোলিং বিভাগেও নজর দিচ্ছি। উত্তর প্রদেশের অধিনায়ক হিসেবে আমাকে বড় ভূমিকা পালন করতে হবে, আর আমি এর জন্য প্রস্তুত।’
রিঙ্কু সিংয়ের আন্তর্জাতিক কেরিয়ার | Rinku Singh International Career |
২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রিঙ্কু সিংয়ের। বর্তমানে রিঙ্কু সিং ভারতের হয়ে দুটি ওয়ানডে আর ৩০ টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ১৩৪.১৫ এর স্ট্রাইক রেটে ৫৫ রান করেছেন রিঙ্কু সিং। ওদিকে টি২০ তে ১৬৬.১৫ এর স্ট্রাইক রেটে ৫০৭ রান করেছেন তিনি।