ফের ত্রাতার ভুমিকায় রিঙ্কু সিং, রঞ্জিতে কাঁপালেন মাঠ, অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি

Published on:

rinku singh

প্রীতম সাঁতরা, কলকাতাঃ রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) রিঙ্কু সিংয়ের (Rinku Singh) দুর্দান্ত ইনিংস। ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১০ বলে ৮৯ রান করেন রিঙ্কু। উত্তর প্রদেশের অধিনায়ক আরিয়ান জুয়াল সেঞ্চুরি করেন, অন্যদিকে রিঙ্কু সিং একটি ঝড়ো ইনিংস খেলেন। জুয়ালের অধিনায়ক সুলভ ইনিংস এবং রিঙ্কুর ঝলমলে হাফসেঞ্চুরির ভিত্তিতে রঞ্জি ট্রফির গ্রুপ সি-র ম্যাচের তৃতীয় দিনে হরিয়ানার ৪৫৩ রানের জবাবে উত্তরপ্রদেশ ৬ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে।

স্পিনের বিরুদ্ধে অপরাজেয় রিঙ্কু

WhatsApp Community Join Now

বাংলার বিপক্ষে শেষ ম্যাচে আট রানে সেঞ্চুরি মিস করেছিলেন উত্তর প্রদেশের রঞ্জি টিমের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর চতুর্থ সেঞ্চুরি। রঞ্জি ট্রফির এই ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি হরিয়ানার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। রিঙ্কু সিং স্পিনের বিরুদ্ধে নিজের স্বাভাবিক ব্যাটিং অব্যাহত রেখেছিলেন।

দলের বিপদে মাঠে নামলেন রিঙ্কু

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হরিয়ানা। হিমাংশু রানা ও ধীরু সিংয়ের সেঞ্চুরিতে ৪৫৩ রানের জুটি গড়ে হরিয়ানা দল। এ সময় যুজবেন্দ্র চাহালও খেলেন ১৫২ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। জবাবে ৪৩ রানে ৩ উইকেট হারায় উত্তর প্রদেশ। এরপর ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।

রিঙ্কু নামার পর ঘুরল খেলা

রিঙ্কু মাঠে নামার পর খেলার চালচলন বদলাতে শুরু করে, ১১০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৮৯ রান তিনি। অধিনায়ক আরিয়ান জুয়ালের সঙ্গে ১৫৭ রানের জুটি গড়ে দলকে লড়াকু জায়গায় নিয়ে যান রিঙ্কু সিং। নিজের ইনিংসে চাহালের ২০ বল মোকাবেলা করে ২৫ রান করেন তিনি। ১১ ওভার বোলিং করে ৫৭ রান দিয়েছেন চাহাল। অর্থাৎ রিঙ্কু একাই তাঁর বলে প্রায় অর্ধেক রান করেছেন। চাহাল কোনও উইকেটও পাননি। প্রসঙ্গত, ২০২৩ সালের অগাস্টে অর্থাৎ প্রায় ১ বছর টিম ইন্ডিয়ার কোনও ম্যাচ খেলতে পারেননি চাহাল। রিঙ্কু সিংয়ের এই ইনিংস খুশি করবে কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের। নিলামে রিঙ্কু সিংকে রিটেন করতে পারে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২৫ মেগা নিলামের (IPL 2025 Mega Auction) আগে ছন্দে রিঙ্কু সিং।

সঙ্গে থাকুন ➥