বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ গুঞ্জনের ঠিক এক সপ্তাহ পূর্ণ হলো। গত শুক্রবার সন্ধ্যায় আচমকা কানে আসে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং ও উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজের বাগদানের গুঞ্জন। তবে সেই খবর ভুয়ো হলেও ভারতীয় তারকার সাথে প্রিয়ার সম্পর্ককে একেবারেই উড়িয়ে দিতে পারছেন না ভক্তরা। কেননা, দুই পরিবারের তরফেই রিঙ্কু-প্রিয়ার বিবাহ প্রস্তুতি নিয়ে সত্যতা সামনে এসেছে।
ফলত, নিশ্চিত সম্ভবনাকে সামনে রেখে KKR তারকার হবু স্ত্রী প্রসঙ্গে কৌতুহলী হয়ে উঠেছেন ভক্তমহল। প্রিয়ার আসল পরিচয় জানার পরই তাঁর পছন্দ-অপছন্দ নিয়ে ভাবুক হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এহেন আবহে প্রিয়া সরোজকে নিয়ে কানে এলো নতুন খবর। জানা গিয়েছে, কোনও ক্রিকেটার নন, রিঙ্কুর পছন্দের নারী এক নামকরা বলিউড তারকার ভক্ত।
কোন বলিউড তারকাকে চোখে হারান প্রিয়া?
বেশ কিছুদিন আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজ জানিয়েছিলেন, তিনি ক্রিকেট ভালবাসেন ঠিকই। তবে তাঁর পছন্দের তারকা একজন বলিউড স্টার। হ্যাঁ, বলিউড কিং শাহরুখ খানের বড় ভক্ত প্রিয়া। কিং খানের কয়েকশো কোটি ভক্তের মতো তাঁরও শাহরুখকে কাছ থেকে দেখার ইচ্ছে রয়েছে। যে কথা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন যোগী রাজ্যের সাংসদ।
অবশ্যই পড়ুন: ICC চ্যাম্পিয়নস ট্রফির প্রোমো ভিডিও থেকে বাদ রোহিত, বিরাট! স্থান হল টিম ইন্ডিয়ার অন্য তারকার
রিঙ্কুর হাত ধরেই শাহরুখের দেখা পাবেন প্রিয়া?
ভারতীয় তারকা রিঙ্কু সিং যে দলের হয়ে IPL-এ আসর জমান সেই কলকাতা নাইট রাইডার্সের প্রধান কর্তা শাহরুখ খান। KKR ফ্রাঞ্চাইজির প্রাণ বলা যায় বাদশাহকে। শাহরুখের প্রিয় পাত্র রিঙ্কু। কিং খানকেও নিজের পরিবারের মতোই ভালবাসার নাইট শিবিরের সবচেয়ে আদরের খেলোয়াড়। মনে করা হচ্ছে, রিঙ্কুর সাথে যদি প্রিয়ার বিয়ে হয়, সেক্ষেত্রে স্বামীর হাত ধরেই শাহরুখকে দেখার স্বপ্নপূরণ হবে সাংসদের।
রিঙ্কু ভক্তদের বেশিরভাগই মনে করছেন, শাহরুখ খানকে দেখার অধরা স্বপ্ন এবার রিঙ্কুর হাত ধরে পূরণ করবে প্রিয়া। সম্ভবত আসন্ন IPL মরসুমে রিঙ্কুর ম্যাচ দেখতে গিয়েই কিং খানের সাথে আলাপ জমাতে পারেন প্রিয় সরোজ। তবে IPL শুরু হওয়ার আগে প্রিয়া যদি এসআরকের সাথে দেখা করেন সেক্ষেত্রে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না।