অধিনায়ক হয়েই কামব্যাক ঋষভ পন্থের, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দলে আর কারা?

Published:

Rishabh Pant Comeback To India Team for India a vs South Africa a matches
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট পর্ব কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন ঋষভ পন্থ (Rishabh Pant Comeback)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেই কামব্যাক হচ্ছে ভারতীয় তারকার। তবে ইংল্যান্ড টেস্টে চোট পাওয়ার পর ফিট হয়ে ওঠা পন্থকে স্বাগত জানাতে বড়সড় চমক দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসলে, ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের দুই ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন পন্থ। হ্যাঁ, অধিনায়ক হিসেবেই প্রত্যাবর্তন হচ্ছে ঋষভের। পন্থের দলে জায়গা হয়েছে, বাংলার অভিমুন্য ঈশ্বরণ এবং আকাশদীপের। তবে দুঃখের বিষয়, এবারেও জায়গা পাননি মহম্মদ শামি।

কবে থেকে শুরু হচ্ছে দুই এ দলের ম্যাচ?

আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার 5 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে আসন্ন 30 অক্টোবর রয়েছে ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের প্রথম ম্যাচ। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে গড়াবে ভারতে এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের দুটি চার দিনের ম্যাচ। বলে রাখি, প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 6 নভেম্বর।

দুই ম্যাচেই অধিনায়ক পন্থ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রধান টেস্ট সিরিজের আগে এ দলের দুই ম্যাচেই টিম ইন্ডিয়ার অধিনায়ক ঋষভ পন্থ। বলে রাখা ভাল, শেষবারের মতো 27 জুলাই মাঠে নেমেছিলেন ঋষভ। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলছিল ভারত। এরপর থেকে আর ভারতীয় দলে দেখা মেলেনি তাঁর। তবে সেই চোটের খড়া কাটিয়ে অবশেষে টানা 95 দিন পর আবারও ভারতের জার্সি গায়ে খেলতে নামবেন ঋষভ।

সহ অধিনায়ক সাই সুদর্শন

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে আগামী 30 অক্টোবর এবং 6 নভেম্বরের ম্যাচে ভারতীয় দলে সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন সাই সুদর্শন। এছাড়াও, ভারতীয় এ দলে জায়গা হয়েছে কে এল রাহুল, ধ্রুব জুরেল, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের। যদিও দুই ম্যাচে দল ভাগাভাগি করে নিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: মহিলা বিশ্বকাপে শ্রীলঙ্কার জয়ে বদলে গেল পয়েন্ট টেবিলের হাল, কেমন অবস্থা ভারতের?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই ম্যাচের এ দল

প্রথম ম্যাচের ভারতের এ দল

ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি এবং সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচের ভারতের এ দল

ঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), কে এল রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join