বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোট কিছুতেই পিছু ছাড়ছে না ঋষভ পন্থের। কিছুদিন আগেই দীর্ঘ অপেক্ষা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছিল টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যানের। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় এ দলেও জায়গা পেয়েছিলেন তিনি। সেই মতোই শনিবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ব্যাট করতে নেমেই পরপর তিনবার চোট পেলেন জাতীয় তারকা। তাতে আর মাঠে থাকা হল না পন্থের। এদিকে মুল টেস্ট সিরিজের আগে ভারতীয় তারকার চোট নিয়ে ফের উদ্বেগ বাড়ল ম্যানেজমেন্টের (Rishabh Pant Injury)।
কীভাবে চোট পেলেন পন্থ?
ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ দলের দ্বিতীয় টেস্ট চলছিল। সেই সময় ভারতের ইনিংস চলাকালীন ব্যাট করতে এসে প্রথমে হেলমেটে, পরে বাঁ হাতের কনুইয়ে এবং সবশেষে পেটে জোরালো আঘাত পান ঋষভ। মাঠের মধ্যেই যন্ত্রণায় বেশ কাতরাচ্ছিলেন তিনি। যাতে শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হল ভারতীয় তারকাকে। এদিকে সর্বশেষ চোটের আগে পর্যন্ত 22 বলে 17 রান করেছিলেন ঋষভ।
বলাই বাহুল্য, আচমকা ম্যাচ চলাকালীন মাঠ ছাড়ার কারণে পন্থের বিকল্প হিসেবে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করছেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ধ্রুব জুরেল। এদিকে প্রিয় তারকা ফের চোট পাওয়ায় মন ভেঙেছে বহু ভক্তের। অনেকেই জানতে চাইছেন ভারতীয় তারকার শারীরিক অবস্থা সম্পর্কে। যদিও ভারতীয় এ দলের তরফে পন্থের চোট সম্পর্কে কিছুই জানানো হয়নি। ঋষভের চোট কতটা গুরুতর সেই উত্তরও আপাতত অধরা।
অবশ্যই পড়ুন: বসবে CBTC, ড্রাইভার ছাড়াই ছুটবে মেট্রো? যা জানাল কর্তৃপক্ষ
চিন্তা বাড়ল বোর্ডের!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেসরকারি টেস্টেই চোট পেয়ে মাঠ থেকে উঠে গেলেন ঋষভ। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মূল টেস্ট সিরিজের আগে যথেষ্ট চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। শনিবার চোট পাওয়ার পর ঋষভের মুখমণ্ডল দেখে বোঝাই যাচ্ছিল যন্ত্রণাটা যথেষ্টই হচ্ছে তাঁর। এদিকে আগামী 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। আর সেই আসরে পন্থকে যদি শেষ পর্যন্ত পাওয়া না যায় সেক্ষেত্রে ভারতের হয়ে উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যাবে জুরেলকে। তবে পন্থের অনুপস্থিতে প্রায় সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে পারে ভারত, মনে করছেন ওয়াকিবহাল মহল।












