রাহুলের ভুলেই রান আউট হয়েছিলেন পন্থ? জানুন আসল ঘটনা

Published on:

Rishabh Pant Run Out Real Story

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের তৃতীয় দিনে ইনিংসের শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেনি টিম ইন্ডিয়া। শুরুর দিকে ওপেনার যশস্বী জয়সওয়াল থেকে করুণ নায়ার, অধিনায়ক শুভমন গিল কেউই সে অর্থে টিকে থাকতে পারেননি। কাজেই জাতীয় দলের দায়িত্ব গিয়ে পড়ে কে এল রাহুল, ঋষভ পন্থদের ওপর। সেই মতোই এগোচ্ছিল টিম ইন্ডিয়ার রেল গাড়ি।

এদিন ইংলিশ বোলারদের লাল চোখ দেখিয়ে শত রানের পার্টনারশিপও গড়ে ফেলেন রাহুল এবং পন্থ। তবে সেই লক্ষ্য পূরণের পরই ঘটে অঘটন। রান নিতে গিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের ছোঁড়া বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ঋষভ। যার জেরে ইংলিশদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের ইনিংসে বড়সড় ধাক্কা খায় ভারত। তবে পন্থের রান আউট হওয়ার পরই গোটা বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয় নেট মহলে। কেউ কেউ বলছেন, রাহুলের ভুলেই রান নিতে গিয়ে আউট হয়েছেন পন্থ! আসল ঘটনা কী? জানুন।

কীভাবে রান আউট হন ঋষভ পন্থ?

লর্ডস টেস্টের তৃতীয় দিনে 22 গজে তখন ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে ম্যাচ 60.3 ওভারে গড়াতেই ইংলিশ বোলার শোয়েব বশিরের বল হালকা সামনের দিকে পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন পন্থ। আর এরপরই বিপরীত স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা রাহুলের তরফে সবুজ সংকেত পেতেই রানের জন্য ছুট লাগান তিনি। ব্যাট হাতে অপর স্ট্রাইকের দাগ ছুঁয়ে ফেলবেন ঠিক সেই সময় ইংল্যান্ডের অধিনায়ক বেনের ছোঁড়া দুরন্ত বলে ভেঙে যায় উইকেট।

আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। যা ভারতের জন্য বিপদ ডেকে আনলেও ইংল্যান্ডকে বড় সাফল্য দিয়েছিল। তবে পন্থের আউট হওয়াটা একেবারেই মেনে নিতে পারছেন না ভারতীয় ক্রিকেট ভক্তরা। অনেকেই বলছেন, রাহুলের ভুলেই আউট হতে হল ঋষভকে। তবে কেউ কেউ আবার গোটা বিষয়টি বুঝে বলছেন, এতে কোনও দ্বিতীয় কথা হতে পারে। ক্রিকেট, তাই যেকোনও সময়ে যা কিছু করতে পারে। আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়েছেন পন্থ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: সঠিক জায়গাতেই লাগাতে হবে FASTag! টোল নিয়ে বড় পদক্ষেপ নিতে চলল NHAI

উল্লেখ্য, এদিন 112 বলে 8টি চার ও দুটি ছয় সহযোগে পন্থের 74 রানের ইনিংসের পরই চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে বলা বাহুল্য, সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দলের দায়িত্ব কাঁধে নিয়ে সেঞ্চুরি গড়েন রাহুল। তবে কে এল আউট হওয়ার পর রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দররা কিছুটা হলেও দলের হাল ধরেছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥