দলের স্বার্থে প্রায় ভাঙা পায়েই মাঠে ঋষভ পন্থ, অর্ধশতরান করে ফিরতে হল প্যাভিলিয়নে

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের স্বার্থে আঘাত কিছুই নয়! বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঋষভ পন্থের চোট নিয়ে নানা মুনির নানা মত আসছিল। সংবাদমাধ্যম ছেয়ে গিয়েছিল ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের 6 সপ্তাহের বিশ্রামের খবরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনেকে তো ধরেই নিয়েছিলেন চিকিৎসকদের তরফে বিশ্রামের নির্দেশ পাওয়ায় আর হয়তো এ সিরিজে খেলতে পারবেন না পন্থ। সংবাদমাধ্যমের পৃষ্ঠাও সেই কথাই তুলে ধরেছিল। তবে ম্যানচেস্টারের দ্বিতীয় দিন শুরু হতেই বদলে গেল ছবিটা। সমস্ত জল্পনাকে ভেঙে হঠাৎ দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ঋষভ।

পায়ে চোট নিয়ে লড়াইয়ে পন্থকে স্বাগত জানালেন দর্শকরা

বুধবার ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইংলিশ বোলার ক্রিস ওকসের দুরন্ত বলে রিভার সুইপ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পন্থ। আঘাত এতটাই গুরুতর ছিল যে আচমকা পা থেকে রক্তক্ষরণ হতে শুরু করে তাঁর। মাঠে আসে ফিজিও। এদিকে যন্ত্রণায় কাতরাচ্ছেন টিম ইন্ডিয়ার ভরসাযোগ্য ক্রিকেটার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে ফিজিওর দীর্ঘ চেষ্টা সত্ত্বেও গতকাল কাজের কাজ হয়নি। প্রচন্ড যন্ত্রণার মধ্যে ব্যাট করার ক্ষমতা ছিল না ঋষভের। শেষ পর্যন্ত যন্ত্রণাকে সঙ্গী করেই মাঠ ছাড়েন পন্থ। এরপরই তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আপডেট আসে, স্ক্যান করানোর জন্যই ঋষভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার জানা যায়, ভারতীয় তারকাকে অন্তত 6 সপ্তাহের বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

কাজেই স্বাভাবিকভাবেই তাঁর এ সিরিজে ফেরা নিয়ে এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলেন ভক্তরা। আর ঠিক সেই সময়েই ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে শার্দুল ঠাকুর 41 রানে সাজঘরে ফিরতেই কার্যত ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামেন পন্থ। এদিন ভারতীয় তারকাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পরেন দর্শকরা। উঠে দাঁড়িয়ে পন্থকে স্বাগত জানান তাঁরা। সেই থেকে ইংলিশদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর শেষমেষ জোফরা আর্চারের বলে সাজঘরে ফেরেন পন্থ। এদিন কার্যত ভাঙা পা নিয়েই ইংরেজদের পিটিয়ে অর্ধ শতরান (54) করেছিলেন ঋষভ। শেষমেশ জোফরা আর্চারের বলে 54 রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর এই সব কিছুর মধ্যে দিয়েই, পন্থ প্রমাণ করেছেন চোট যতই গভীর হোক না কেন, দলের প্রয়োজনে তিনি বারবার মাঠে নামবেন!

 

অবশ্যই পড়ুন: কম্বোডিয়ায় ভয়াবহ হামলা থাইল্যান্ড সেনার! মৃত ১২, হঠাৎ কেন সংঘর্ষে লিপ্ত হল দুই দেশ?

উল্লেখ্য, সালটা 2002। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে চলাকালীন চোয়াল ভেঙে যাওয়া সত্ত্বেও আচমকা ব্যান্ডেজ বেঁধে মাঠে নেমে পড়েছিলেন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে। তবে শুধু মাঠে নেমেই দায় সারেননি তিনি। চোট থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 14 ওভার বল করেছিলেন ভারতের এই উজ্জ্বল নক্ষত্র। প্রায় 23 বছর পর ম্যানচেস্টার টেস্টে পন্থের এই কীর্তি সেই স্মৃতিই উসকে দিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group