বাদ কুলদীপ, ওপেনে রাহুল, কোহলির ভূমিকায় ইনি! ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ?

Published:

Updated:

Robin Uthappa picks India's best XI for India Vs England Test
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম সিরিজ, তারপর অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে লজ্জার পরাজয়! পরপর দুইক্ষেত্রে পরাজয় যন্ত্রনা নিয়ে আসন্ন 20 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে, রোহিত-বিরাটহীন ভারতীয় দল। দুই মহাতারকার অবসরের পর টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের (India Vs England) বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল।

এমতাবস্থায়, বারংবার প্রশ্ন উঠছে সাম্প্রতিক টেস্ট ক্রিকেটে দুর্বল ভারত, কি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবে? মূলত রোহিত, বিরাটদের অনুপস্থিতে ভারতীয় দলের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেই নানান মন্তব্য করছেন ক্রিকেটপ্রেমীরা। আর সেই আবহেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা একাদশ বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকা রবিন উথাপ্পা। কারা জায়গা পেলেন সেই একাদশে? কারাই বা পড়লেন বাদ? দেখে নিন।

বিরাটের বিকল্প হিসেবে খেলবেন না শুভমন?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা জানিয়েছেন, আমি চাই ইংল্যান্ডের বিরুদ্ধে একটা শক্তিশালী দল হোক। যে দলে ওপেন করবেন কে এল রাহুল। এরপরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ও যেভাবে ব্যাটিং করেছে, তাছাড়াও ইংল্যান্ড সিরিজের আগে যে সাফল্য পেয়েছে তাতে রাহুলের ওপেন করাটাই ভারতের জন্য মঙ্গল।

এদিন কথা বলতে বলতেই, দ্বিতীয় ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে বেছে নেন উত্থাপ্পা। এরপরই ভারতীয় তারকা বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন নম্বরে আমি অবশ্যই সাই সুদর্শনকে খেলাতে চাই। কারণ কৌশলগত দিক থেকে ও যথেষ্ট দক্ষ এবং ফিট। আসলে ওর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তা বাইরে নিয়ে আসা দরকার। আমার মনে হয় ও টেস্ট ক্রিকেটে সফল হতে পারবে। অন্যদিকে বিগত ম্যাচগুলিতে চার নম্বরে নামছিলেন বিরাট কোহলি।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি থাকছেন না, তাই কোহলির উত্তরসূরি হিসেবে অধিনায়ক শুভমন গিলকে চার নম্বরে খেলার জন্য যোগ্য বলে মনে করেছেন রবিন। বলেন, চার নম্বরে নিঃসন্দেহে শুভমন গিল। তাছাড়াও, দীর্ঘ আট বছর পরে জাতীয় দলের সুযোগ পাওয়া করুণ নায়ারের প্রশংসায় সরব হয়ে তাঁকে ভারতীয় একাদশের 5 নম্বর রেখেছেন রবিন উথাপ্পা।

উথাপ্পার একাদশে জায়গা হল না কুলদীপের

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় একাদশে স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজার উপরই ভরসা করেছেন উথাপ্পা। পাশাপাশি পেসার হিসেবে ইংলিশদের বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের একাদশে জায়গা হয়েছে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার। তবে সবচেয়ে দুঃখের বিষয়, ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে প্রথম একাদশে জায়গা না দিয়ে রিজার্ভ বেঞ্চে রাখলেন উত্থাপ্পা।

অবশ্যই পড়ুন: ‘বাংলাদেশের মালিকানা বিক্রি করে দেবেন ইউনূস!’

ইংল্যান্ডের বিরুদ্ধে উত্থাপ্পার একাদশ

কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), করুণ নায়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join