রবসনকে নিয়ে কোথায় আটকে মোহনবাগান? জানা গেল হাঁড়ির খবর!

Published on:

Robinho Mohun Bagan New Update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবসন রবিনহোকে নিয়ে কী ভাবছে মোহনবাগান? কবে নাগাদ সবুজ মেরুন জার্সিতে মাঠে নামবেন তিনি? দীর্ঘদিন শিরোনামে থাকার পর সবুজ মেরুনের সাথে প্রাথমিক চুক্তি তো হয়ে গিয়েছে, এবার বাকিটা কবে?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মোহনবাগানে আসা নতুন বিদেশিকে নিয়ে এমন একাধিক প্রশ্ন তুলছেন সমর্থকরা। রবসনের গায়ে কবে মোহনবাগানের জার্সি উঠবে তা জানতে এক প্রকার হাপিত্যেশ করে বসে রয়েছেন চিংড়িপ্রেমী মানুষজন। এহেন আবহে জানা গেল হাঁড়ির খবর।

কবে মোহনবাগানে ভিড়বেন রবসন?

মোহনবাগানের প্রাথমিক পরিকল্পনায় নেই রবসন রবিনহো। তাহলে কবে বাগানের সাথে চুক্তি পাকা হবে তাঁর? একদিকে যেখানে প্রতিবেশী ইস্টবেঙ্গল একের পর এক বিদেশি সই করিয়ে খেল দেখাচ্ছে, সেখানে আর কতদিন রবসনের প্রসঙ্গ শুধুই সম্ভাবনায় আটকে থাকবে? রবসনকে নিয়ে কোথায় আটকে বাগান? নানা মহলে যখন এমন প্রশ্ন উঠছে ঠিক সেই আবহে জানা গেল, রবিনহো সবুজ মেরুনের প্রাথমিক পরিকল্পনায় না থাকলেও খুব সম্ভবত তাড়াতাড়িই তাঁকে নিয়ে সিদ্ধান্ত জানাবে মোহনবাগান।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে সূত্রের খবর, মোহনবাগানে এই বিদেশির জায়গা চূড়ান্ত হওয়া নির্ভর করছে, প্রধান কোচ হোসে মোলিনার সিদ্ধান্তের উপর। আসলে, কোচ মোলিনা প্রথমে ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন এবং তারপরই রবসনকে নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে পালতোলা নৌকা। ফলত, এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে অপেক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই সবুজ মেরুন ভক্তদের।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে বিশাল কাইথ, তালিকায় একাধিক পছন্দের নাম

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপের জন্য অনুশীলনে যোগ দিতে তড়িঘড়ি মোহনবাগান শিবিরে আসছেন কোচ মোলিনা। আপাতত যা খবর, আগস্টের প্রথম সপ্তাহেই মোহনবাগানের অনুশীলনে যোগ দেবেন মোলিনা সহ বেশ কয়েকজন বিদেশি ফুটবলার। যদিও লিস্টন কোলাসো, মানবীর সিং, বিশাল কাইথদের শীঘ্রই মোহনবাগানে যোগ দেওয়ার কথা। এদিকে মঙ্গলবারই শহরে পা পড়েছে অভিষেক টেকচাম সিংয়ের। সব ঠিক থাকলে দু-একদিনের মধ্যেই মেডিকেল টেস্ট হবে তাঁর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group