বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষায় ইতি। শেষমেশ মোহনবাগানের ষষ্ঠ বিদেশী হিসেবে শহরে পা পড়ছে নেইমারের বিরুদ্ধে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর (Robson Robinho In Mohun Bagan)। দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই প্রশ্ন ছিল, কবে মোহনবাগান শিবিরে যোগ দেবেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন? অবশেষে সেই প্রশ্নের উত্তর দিল খোদ মোহনবাগান সুপার জায়ান্ট। MBSG এর ফেসবুক পেজে ইতিমধ্যেই রবসনের শহরে আসার খবর ঘটা করে জানিয়ে দেওয়া হয়েছে।
কলকাতায় পা পড়ছে ব্রাজিলিয়ান ফুটবলারের
দীর্ঘ জল্পনার পর অবশেষে শনিবার রবসনের মোহনবাগানে আসার সম্ভাবনায় সিলমোহর পড়ল। জানা যাচ্ছে, ব্রাজিলের এই গোলমেশিন আগামী সোমবার সকালের মধ্যেই শহরের মাটিতে পা রাখবেন।
বলা বাহুল্য, এর আগে বাংলাদেশের বসুন্ধরা ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে রবসনের। তাই কিছুটা হলেও বাগানের আক্রমণ ভঙ্গি এবং খেলার ধরণ জানে সে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, রবিনহো মোহনবাগানে আসা মানেই, ইস্টবেঙ্গল প্রতিবেশীর শক্তি কার্যত দ্বিগুণ হয়ে যাচ্ছে।
নেইমারের বিরুদ্ধে খেলেছেন রবসন
ষষ্ঠ বিদেশি হিসেবে মোহনবাগানে যোগ দিতে যাওয়া ব্রাজিলিয়ান ফুটবলার রবসনের ফুটবল কেরিয়ারে একাধিক সাফল্য রয়েছে। বহুবার নিজের দক্ষতাকে ঝালাই করে নিয়েছেন তিনি। কয়েক মাস আগেই সাওপাওলো লিগে ব্রাজিলের বিখ্যাত ফুটবলার নেইমারের বিরুদ্ধে খেলেছেন এই রবসন। অনেকেই হয়তো জানেন না, বসুন্ধরা কিংসের হয়ে গত 3 বছরে সাতটা ট্রফি জিতেছেন তিনি।
এর আগে আজেভেদো দ্য সিলভার হয়েও মাঠ কাঁপিয়েছেন রবসন। দক্ষিণ এশিয়ায় তাঁর পরিচিতি সকলের মুখে মুখে। বলে রাখা ভাল, সিলভা দলের সফলতম ফরোয়ার্ড মোহনবাগানের নতুন সৈনিক। এবার খেলবেন মোহনবাগান সুপার জায়ান্টে। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, রবসন গঙ্গা পাড়ের দলে যোগ দেওয়ায় হোসে মোলিনার বাগান একেবারে ভিন্নমাত্রা পাবে। শক্তি বাড়বে আক্রমণভাগেও। কারণ, দুই উইংয়ে খেলার পাশাপাশি দশ নম্বর পজিশনেও অত্যন্ত পারদর্শী ব্রাজিলের এই দাপুটে ফুটবলার।
অবশ্যই পড়ুন: ব্যর্থ BCCI, স্পনসর ছাড়াই এশিয়া কাপ খেলবে টিম ইন্ডিয়া! রিপোর্ট
সাফল্যের আশায় রবসন
কলকাতার বট বৃক্ষের ছায়ায় আসতেই নতুন সাফল্যের দিন গুণতে শুরু করেছেন ব্রাজিলের ফুটবলার রবসন। সম্প্রতি মোহনবাগান সুপার জায়ান্ট মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবসন জানিয়েছেন, আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলাম, তাই এই দলটা সম্পর্কে আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, মোহনবাগান ভারতের সেরা এবং সফলতম ক্লাব। আমি বাংলাদেশে বসুন্ধরার হকেমন খেলেছিলাম সেটা হয়তো অনেকেরই মনে আছে। এবার খেলবো মোহনবাগানের জার্সি গায়ে। ব্রাজিলিয়ান ফুটবলারের সংযোজন, আগের মতো বাগানের জার্সি গায়েও সাফল্য পাব বলেই আশা করছি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |