সভাপতি পদ থেকে সরছেন রজার বিনি, কে হচ্ছেন BCCI-র নতুন প্রধান? ঠিক হল নাম

Published:

Roger Binny steps down as BCCI president
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডে মেয়াদ শেষ হচ্ছে রজার বিনির। সেই সূত্র ধরেই, এবার নতুন সভাপতি (BCCI President) পেতে চলেছে BCCI। আপাতত যা খবর, রাজার বিনির বিকল্প হিসেবে টিম ইন্ডিয়ার পরিচালন সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব সামলাবেন বর্তমানে সহ-সভাপতির আসনে থাকা রাজীব শুক্লা।

কেন সভাপতি পদ থেকে সরে যেতে হচ্ছে বিনিকে?

জানিয়ে রাখি, আসন্ন 19 জুলাই, 70 বছরে পা দেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি রাজার বিনি। সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী, 70 বছরের পর আর সভাপতি পদে থাকা যায় না। মূলত সেই কারণেই, এবার বোর্ডের এই বড় দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের বহু যুদ্ধজয়ের কারিগর রজার বিনিকে।

রজার বিনির দায়িত্ব নেবেন রাজীব শুক্লা?

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেপ্টেম্বরে বসবে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তবে তার আগে রাজার বিনি দায়িত্ব থেকে সরে যাওয়ার পরই আগামী আড়াই মাসের জন্য কার্যকরী সভাপতি হিসেবে বোর্ডের দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা। যদিও সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বোর্ড। শোনা যাচ্ছে, শুক্লা ছাড়াও আরও বেশ কয়েকজনের নাম বিকল্পের তালিকায় রয়েছে।

বর্তমানে সহ-সভাপতি পদে রয়েছেন রাজীব শুক্লা

গত 2020 সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি পদে রয়েছেন রাজীব শুক্লা। যদিও তার আগে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সচিব ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান পদেও কাজ করেছেন শুক্লা জি। এখন দেখার, সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সভা হওয়ার আগে, দায়িত্ব পেলে কতটা সুষ্ঠুভাবে সভাপতির কাজ করতে পারেন রাজীব শুক্লা।

অবশ্যই পড়ুন: খেলতে চেয়েছিলাম! পাঞ্জাবকে ফাইনালে তুলেই KKR-কে ধাক্কা দিলেন আইয়ার

প্রসঙ্গত , 2022 সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ পেয়েছিলেন রজার বিনি। যদিও তার আগে ওই আসনে দায়িত্ব ছিল প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। বলা বাহুল্য, বিনির দায়িত্বকালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। তাছাড়াও 1983-র এই বিশ্বকাপ জয়ী সদস্যের অধীনে ঘরোয়া ক্রিকেটকে উন্নত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বোর্ডের তরফে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join